বৃষ্টিস্নাত - ৬
নিয়াজ
শনি, ২০২৩-০৯-১৬ ০০:১২

নজরে নজরে
বিনম্র
আহলাদে আকাশ ঘন
মেঘ-মনে
তোর একরাশ জমে উঠা
না বলা অনেক
কষ্টলেখারা নীরবতা নামায়
কষ্টলেখারা আকাশ চেনায়
কষ্টলেখারা এক ফালি আলোর আশায়
অভিমানি তুই
নজরে নজরে--
কতো পংক্তিমালাই না তোর চোখে
ঘুম হারায়।।
- নিয়াজ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 169

তপন 2 সপ্তাহ 1 দিন আগে
সুন্দরের ছোঁওয়া, সুন্দরের রেশ
বীথি 2 সপ্তাহ 1 দিন আগে
নিয়াজদা, খুব সুন্দর লিখেছেন
খায়রুল আহসান 1 সপ্তাহ 6 দিন আগে
কবিতার সমাপ্তিটা অসাধারণ হয়েছে! অত্যন্ত হৃদয়গ্রাহী।
ভালবাসা ভালবাসি....
শৈলেশ সামন্ত 1 সপ্তাহ 4 দিন আগে
চমৎকার!
শ্রী 1 সপ্তাহ 4 দিন আগে
দারুণ
তিয়াসা 1 সপ্তাহ 4 দিন আগে
ছোট তবুও দারুণ
নতুন মন্তব্য পাঠান