মরে গেছি কবেই!
পন্ডিত মাহী
শুক্র, ২০২৩-০৯-১৫ ০৫:৩৫

খোঁজ নিতে গিয়ে যদি পাও
মরে গেছি কবেই!
চোখ দুটো দেখো, এ শহরে আমরা ছিলাম
একসাথে শেষ কবে?
আমাদের জন্য?
অভ্যেসের বশে
যে কটা নাম লিখতে পারো
বিদায়ের বিষন্ন দলে,
অক্ষর কালোর মিছিলে মিছিলে
সেখানে শুধু সাদাই গেল।
আর তো হলোনা থাকা
কিছু জায়গা জুড়ে রাখা
নিয়মের নামে জানি যেটুকু ফাঁকা।
ভুলে গেছি, পঁচে গেছি, হেরে গেছি মরার দলে কবেই।
স্মৃতির মিছিল আয়োজনে যেতে যেতে
হয়নি থাকা দাঁড়িয়ে কারো পাশে
বা কোন ছায়া বৃক্ষের নিচে, পলাশের বনে
কোন ভেজা আঁচলে!
মরে গেছি কবেই!
ভেতরে বাইরে, স্বপ্নের শেষে
সকালে, দুপুরে, বিকেলে
জিতে গিয়ে, হেরে গিয়ে
নিজের মতো তাকিয়ে থাকতে গিয়ে
কোন এক চোখের পলকে।
- পন্ডিত মাহী-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 223

শাহনূর 2 সপ্তাহ 2 দিন আগে
"সকালে, দুপুরে, বিকেলে
জিতে গিয়ে, হেরে গিয়ে
নিজের মতো তাকিয়ে থাকতে গিয়ে
কোন এক চোখের পলকে।"
খুব বিষাদী কবিতা! অপূর্ব!
তপন 2 সপ্তাহ 1 দিন আগে
ভালোলাগা
বীথি 2 সপ্তাহ 1 দিন আগে
মাহীদা, অনেকদিন বাদে আবার আপনার কবিতা পড়ছি, সহজেই একরাশ ভালোলাগা পৌঁছে দিলেন
শৈলেশ সামন্ত 1 সপ্তাহ 4 দিন আগে
বাঃ মাহীভাই
শৈলেশ সামন্ত 1 সপ্তাহ 4 দিন আগে
"স্মৃতির মিছিল আয়োজনে যেতে যেতে
হয়নি থাকা দাঁড়িয়ে কারো পাশে
বা কোন ছায়া বৃক্ষের নিচে, পলাশের বনে
কোন ভেজা আঁচলে!"
বাঃ বাঃ
আরো চাই!
তিয়াসা 1 সপ্তাহ 4 দিন আগে
সহজ মুগ্ধতায় জড়িয়ে রাখল -
স্মৃতির মিছিল আয়োজনে যেতে যেতে
হয়নি থাকা দাঁড়িয়ে কারো পাশে
বা কোন ছায়া বৃক্ষের নিচে, পলাশের বনে
কোন ভেজা আঁচলে!
নতুন মন্তব্য পাঠান