ছেঁড়া ডানা

অস্থির
কিছুটা শব্দে, কিছুটা নীরবে অনেক কিছুই বলা গেছে, তবে
না-বলা কথার মতোই আড়ালে রয়ে গেল যা যা হিসেব হারালে
এই সন্ধের অবকাশ ফের ফিরে আসবে কি, সন্দেহ হয়
অকারণ ভয়, কারণে কতো কি হচ্ছেও, হয়, রোজই হয় জানি
শুধু হয়রানি, শুধু ফিরে আসা, শুধু ঘিরে আসা জানলার ছবি
নীলচে হতাশা, টুকরো টুকরো করা চিরকুটে ঘুম এসে যায়
ঘুম থেকে উঠে রাত খুঁজি আর হাত খুঁজি আর আশ্রয় খুঁজি
নিদ্রা যাবার, বেশি কিছু নয়, বালিশ-বিছানা, কবির শরীর
থেকে ছেঁড়া ডানা, পায়ে চলা পথ, চেনা সঙ্কট, সাধারণ কিছু
কথার পাথর।
সবই শুনে ফেলা হয়ে গেছে ওর। কিছুটা নীরবে, কিছু বাঙ্ময়
সন্ধে কেটেছে, কেটেছে সময় – অকারণ ভয়, অকারণ ভয়...
শাহনূর 2 সপ্তাহ 3 দিন আগে
"কিছুটা শব্দে, কিছুটা নীরবে অনেক কিছুই বলা গেছে, তবে
না-বলা কথার মতোই আড়ালে রয়ে গেল যা যা হিসেব হারালে
এই সন্ধের অবকাশ ফের ফিরে আসবে কি, "
মুগ্ধ হলাম, সব শব্দে, সব ছত্রে, পুরোটাই নীরবে, সম্পূর্ণ কবিতাটাতেই! অনেক অভিনন্দন রইলো। ভালো থাকুন এই কামনা করছি!
শাহনূর 2 সপ্তাহ 3 দিন আগে
ছেঁড়া ডানা নয়, ভাঙা ডানা নিয়ে এখনো মাঝে মাঝে আকুতি মিনতি করি, "ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।" আশ্বিনের আকাশে ভেসে যেতে চাই আবার! আপনার কবিতা থেকে অনেক দূরে চলে এলাম কবিতার শিরোনামটা পড়া মাত্র। দুক্ষিত!
কবিতাটা পড়তে খুব ভালোলাগলো!
m.c. 1 সপ্তাহ 4 দিন আগে
Superb
তিয়াসা 1 সপ্তাহ 4 দিন আগে
"অকারণ ভয়, কারণে কতো কি হচ্ছেও, হয়, রোজই হয় জানি
শুধু হয়রানি, শুধু ফিরে আসা, শুধু ঘিরে আসা জানলার ছবি
নীলচে হতাশা, টুকরো টুকরো করা চিরকুটে ঘুম এসে যায়
ঘুম থেকে উঠে রাত খুঁজি আর হাত খুঁজি আর আশ্রয় খুঁজি"
মনের কথাগুলোই যেন পড়ছি
তিয়াসা 1 সপ্তাহ 4 দিন আগে
না-বলা কথার মতোই আড়ালে রয়ে গেল যা যা হিসেব হারালে
নতুন মন্তব্য পাঠান