মুহুর্তের দুর্ভাবনা


আমার দুঃখ লাঘব করে
শিরিষ কাগজ ছাদ…
অসীম সারির বৃক্ষাগ্র ছোঁয়
এক চিলতে চাঁদ…
মেঘের রেকাবি'তে গিরিঙ্গি যন্ত্রণাজ্বালা
কোনোভাবে সে হাতড়ে ফেরে
কুসুম অতীতের অশৃংখলিত প্রতিভাস
অজান্তে তলিয়ে যাওয়া
আকাশগঙ্গার তল থেকে
উঠে আসে নিখোঁজ পাজর
কর্মক্লান্ত নাগরিক ফেরে, ফিরে আসে…
পথের উপর পড়ে থাকা
সদ্য নিক্ষিপ্ত সিগারেট
সর্পিলাকার ধোঁয়া, নাগরিক হোঁচট খায়…
ও কী? কাল কেউটে?
চোখের ভুল?
ভয় খাওয়া চোখ, আচমকিত হৃদপিন্ড
কোনটাই উপড়ে পাশের
নর্দমায় ফেলতে অক্ষম…
এমন চকিত উৎকন্ঠা, বিপদ ভাবনাতাড়িত
এমনই জীবন কাটে,
কেটে যায় ধারালো ব্লেডে
কর্মক্লান্ত নাগরিক ফেরে, ফিরে আসে…
উত্তপ্ত বাজার, সবজি তাজা, চকচকে মাছ
রক্তিম মাংস আংটায় ঝোলানো
সীনে রানের নিচে
জবেহ-প্রস্তুত নির্বিকার খাসি
চৌবাচ্চার জলে জীবন্ত কাতলা রুই…
সবকিছুর চোখে বিদ্রূপের হাসি
ধার দেনার শাঁখের করাতে
আরও আবারও আরও শান্…
মরীচিকার সুস্বাদু জল, নীলিমার পেঁজা তুলো
দুরারোগ্য ক্ষতে মোহিনী আরাম…
কর্মক্লান্ত নাগরিক ফেরে, ফিরে আসে…
_________________________________________
شيشير
- শিশির-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 247

হলুদ 2 সপ্তাহ 4 দিন আগে
অনবদ্য
শাহনূর 2 সপ্তাহ 3 দিন আগে
তোমার শব্দে শব্দে হারিয়ে যাই বার বার! দারুণ লাগলো! ছবিটাও স্তদ্ধ করে দেয়।
অন প্রসঙ্গে - ভালো এবং মুক্ত আছি। এইতো আজ সকালে অনেকগুলো রক্ত দিয়ে এলাম বেশ কিছু টেস্টের জন্য। যাকগে, গতকাল ডাক্তারের অফিসে গেছলাম, ওনার টেস্টে দুজনেই নেগেটিভ। জানতে ইচ্ছা হয়, সেপ্টেম্বর ১৫ ডেডলাইন টা আর কতদিন দূরে!
তপন 2 সপ্তাহ 1 দিন আগে
গিরিঙ্গি শব্দটির কি মানে? কবিতাটি শুরু থেকে শেষ পড়তে বেশ লাগল
বীথি 2 সপ্তাহ 1 দিন আগে
ভাল লাগল শিশিরদা
শিশির 2 সপ্তাহ 1 দিন আগে
গিরিঙ্গি শব্দটি বাংলা আঞ্চলিক শব্দ, এর উৎস সম্পর্কে আমি জানার চেষ্টা করেছি ... এটার অর্থ কূটচাল, ঝামেলা, দুষ্ট বুদ্ধির প্যাঁচ ইত্যাদি... প্রশ্নটি করার জন্যে আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা...
শিশির 2 সপ্তাহ 1 দিন আগে
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয়... শুভ ও মঙ্গল হোক
শিশির 2 সপ্তাহ 1 দিন আগে
তোমার কথা ও সংবাদ শুনে ভালো লাগছে... যেন আবার সবকিছু সুন্দর ও সাবলীল হয়ে উঠতে পারে এই শুভকামনা রয়েছে সব সময়ই...
শিশির 2 সপ্তাহ 1 দিন আগে
কৃতজ্ঞতা ও শুভাশীর্বাদ রইলো প্রিয়...
নতুন মন্তব্য পাঠান