বিনোদনের না ইমোশানের?

বিনোদনের না ইমোশানের,
তোকে কোন ছকে ফেলি সেই নিকাশান্তে বুঝি
কত অঘটনঘটনপটিয়সী তুই,
এমন লাগে যেন তুই বলে যে, সে আসলে হৃদয়ের কাছে কিবা মাঝে যারে বলে,
তেমন নাতিশীতোষ্ণমন্ডলানুরূপ তবু-
উষ্ট্রকণ্টকভোজনন্যায়, কিংকর্তব্যবিমূঢ় ইত্যাদি ইত্যাদি শব্দের মতই দুরূহ
কবিতায় কোমল শব্দে তোকে আনা যাবে না
তোকে বুঝি আর না বুঝি, মরে গেলে সব জেনে যাব
বুঝে নেব ঈশ্বর ধারণার সম্যক
এমনটাও হবে না মেনে আমি মনে মনে ঈশ্বরকে নাই নাই বলি
তবু আমি মানুষের নাগাল পেলে মিথ্যা বলবো, হাহুতাশের সাথে তামাশা করবো
আমি কপট ব্রহ্মচারীর মত বলবো
এই বিশ্বচরাচরের সকল নিয়তি আমার জেনে যাওয়ার অপেক্ষায়
আমি আকবর বাদশা হলেও সেই মিথ্যাচারের পরে আমার বিচার দাবিতে
সৈন্যদল বিদ্রোহ করে বসবে, সীমান্তের পাহারা ছেড়ে শহরে ছুটে আসবে রক্ষীদল
গর্দান গেলে যাবে সাধারণ হাতে, রুহ নাই হবে আমি হাসবো তার আগে
রুহ নাই হতে হতে কেউ হয়তো অস্ফুট বলে ফেলবে
"যে নিয়তি তুমি জানতে পারতে, সেই নিয়তিতে তোমার প'রে আমি"
তাতেও নিয়তির শেষটা বোঝনো তার পক্ষে সম্ভব হয়ে উঠবে না...
নাছোড় নাকি নাছোড়বান্দা, কোন ঘোরে এত হাবিজাবি মনগড়া, শরীরের কামনা নাকি মনের তরে মনের বাসনা... এই লাইনগুলো যে লিখছে, সে? নাকি তুই?... সব অপ্রাসঙ্গিক এরপর, অপ্রাসঙ্গিক বলে বসা, I loved your body little less than your soul...
(ড্রাফট)
- খেরওয়াল-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 312

m.c. 2 সপ্তাহ 4 দিন আগে
Superb!
অনি 2 সপ্তাহ 4 দিন আগে
"কবিতায় কোমল শব্দে তোকে আনা যাবে না"
খাঁটি সোনার মতো দামী কথা
kalyan 2 সপ্তাহ 4 দিন আগে
চমৎকার লাগল
শাহনূর 2 সপ্তাহ 3 দিন আগে
"কিংকর্তব্যবিমূঢ় ইত্যাদি ইত্যাদি শব্দের মতই দুরূহ
কবিতায় কোমল শব্দে তোকে আনা যাবে না
তোকে বুঝি আর না বুঝি, মরে গেলে সব জেনে যাব
বুঝে নেব ঈশ্বর ধারণার সম্যক
এমনটাও হবে না মেনে আমি মনে মনে ঈশ্বরকে নাই নাই বলি
তবু আমি মানুষের নাগাল পেলে মিথ্যা বলবো, হাহুতাশের সাথে তামাশা করবো
আমি কপট ব্রহ্মচারীর মত বলবো
এই বিশ্বচরাচরের সকল নিয়তি আমার জেনে যাওয়ার অপেক্ষায়"
কিংকর্তব্যবিমূঢ় ইত্যাদি ইত্যাদি শব্দের মতই দুরূহ কবিতায় কোমল শব্দে তোকে আনা যাবে না নিপুণ প্রকাশভঙ্গী আর শাব্দিক মোচড় দিয়ে অবাক এবং মুগ্ধ করে দিলেন শ্রদ্ধেয় কবিবর। দারুণ লিখেছেন! কুর্ণিশ, কুর্ণিশ ...।
তপন 2 সপ্তাহ 1 দিন আগে
ড্রাফট বেশ অন্যরকম, পড়তে ভাল লাগল
বীথি 2 সপ্তাহ 1 দিন আগে
খেরওয়ালদা, অনেক অনেক ভালোলাগা জানবেন
ড্রাফট-এর শেষ লাইনটিও খুব সুন্দর
শৈলেশ সামন্ত 1 সপ্তাহ 4 দিন আগে
"তবু আমি মানুষের নাগাল পেলে মিথ্যা বলবো, হাহুতাশের সাথে তামাশা করবো
আমি কপট ব্রহ্মচারীর মত বলবো
এই বিশ্বচরাচরের সকল নিয়তি আমার জেনে যাওয়ার অপেক্ষায়"
কেয়া বাত কেয়া বাত!!
শৈলেশ সামন্ত 1 সপ্তাহ 4 দিন আগে
আলাদা করে উদ্ধৃতি অর্থহীন, তবে বলি যে পুরোটাই এক কথায়, অতীব চমৎকার!
শ্রী 1 সপ্তাহ 4 দিন আগে
দারুণ
তিয়াসা 1 সপ্তাহ 4 দিন আগে
নাছোড় নাকি নাছোড়বান্দা, কোন ঘোরে এত হাবিজাবি মনগড়া, শরীরের কামনা নাকি মনের তরে মনের বাসনা... এই লাইনগুলো যে লিখছে, সে? নাকি তুই?... সব অপ্রাসঙ্গিক এরপর, অপ্রাসঙ্গিক বলে বসা, I loved your body little less than your soul...
- ড্রাফটটা চলুক প্লিস
নতুন মন্তব্য পাঠান