কবিতা লিখতে হলে

একজন কবিতা-কুটুম্ব's picture
জামিল রহমান

কবিতা লিখতে হলে
আপনারা সবাই কলমে সাদা কালি ভরে প্রথমেই কাগজের মাঝখান থেকে শুরু করবেন
তারপর ভেবে নেবেন ঠিক রোদের রশ্মি বেয়ে গ্লাইড ওপরে যাবেন নাকি
আঁধারে স্লাইড করে নিম্নে মানে পিছল সিঁড়ি বেয়ে জলসিঁড়ির দিকটাতে যাবেন।
অনেকেই ফের মধ্যখানের স্থাপত্য ভেবেই হাজার লক্ষ মোহর মতো অথচ
অদৃশ্য ছত্র লিখতে লিখতে কলম ফতুর (হয়তোবা ভঙ্গুর জীবনও),
তখন বলবেন আহা কবিতা কবিতা
তুমি এক বিচিত্র ঈশ্বরহীন আরাধনা, উড়ুক্কু চন্দ্রবোড়া থোরা থোরা …

জামিল's picture
স্যরি, দ্বিতীয় ছত্রটাতে একটা

জামিল 2 সপ্তাহ 6 দিন আগে

স্যরি, দ্বিতীয় ছত্রটাতে একটা শব্দ বাদ গেছে। সম্পাদনা করতে পারছিনা। ওই ছত্রটা হবে,

"তারপর ভেবে নেবেন ঠিক রোদের রশ্মি বেয়ে গ্লাইড করে ওপরে যাবেন নাকি"

জামিল's picture
আবার ফিরে আসতে হল। পড়ে

জামিল 2 সপ্তাহ 6 দিন আগে

আবার ফিরে আসতে হল। পড়ে দেখলাম, শেষ ছত্রটাতে পুরো অনুভূতিটা প্রকাশ হলনা। তাই ওটাকে সম্পাদিত করা হল এমন করে ...............

"তুমি এক বিচিত্র ঈশ্বরহীন আরাধনা, অধরা উদারা মুদারা তারা ভরা উড়ুক্কু চন্দ্রবোড়া থোরা থোরা …"

নাহয় এবার পুরো লেখাটাই ফের লিখে দেই,
=========================================
কবিতা লিখতে হলে
আপনারা সবাই কলমে সাদা কালি ভরে প্রথমেই কাগজের মাঝখান থেকে শুরু করবেন
তারপর ভেবে নেবেন ঠিক রোদের রশ্মি বেয়ে গ্লাইড করে ওপরে যাবেন নাকি
আঁধারে স্লাইড করে নিম্নে মানে পিছল সিঁড়ি বেয়ে জলসিঁড়ির দিকটাতে যাবেন।
অনেকেই ফের মধ্যখানের স্থাপত্য ভেবেই হাজার লক্ষ মোহর মতো অথচ
অদৃশ্য ছত্র লিখতে লিখতে কলম ফতুর (হয়তোবা ভঙ্গুর জীবনও),
তখন বলবেন আহা কবিতা কবিতা
তুমি এক বিচিত্র ঈশ্বরহীন আরাধনা, অধরা উদারা মুদারা তারা ভরা চন্দ্রবোড়া থোরা থোরা …
==============================

প্রতিজ্ঞা করছি আমি আর এই লেখাটায় ফিরবো না। বস্তুত এটার এখানে বিষ, ওখানে বিষ, সর্বখানে বিষ ...... Sad

শ্রী's picture
আপনি আপনার এই লেখায় মন্তব্যের

শ্রী 2 সপ্তাহ 6 দিন আগে

আপনি আপনার এই লেখায় মন্তব্যের থ্রেডে আছেন তো? যদি থাকেন কিছু কথা বলি।

জামিল's picture
আছি শ্রী'দা আছি!

জামিল 2 সপ্তাহ 6 দিন আগে

আছি শ্রী'দা আছি! তবে এই লেখাটা আর কোনো সম্পাদনা করবো না প্রতিজ্ঞা করেছি ...............। ব্যাপারটা হচ্ছে আমি আজ ফ্রি, তাই মঞ্চে আমার অসীম আনাগোনা! আপনাদের মঞ্চটা আমার বেশ ভালোলাগছে। প্রণব আচার্য্যের লেখাটা অনেকবার পড়ছি! ওনাকে আরো dig করবার ইচ্ছে আছে!

শ্রী's picture
শ্রী দি বা শুধু শ্রী বাট আপনি

শ্রী 2 সপ্তাহ 6 দিন আগে

শ্রী দি বা শুধু শ্রী বাট আপনি বিশ্রীও বলতে পারেন।

শ্রী's picture
আপনার কবিতাটি অবশ্য সুশ্রী

শ্রী 2 সপ্তাহ 6 দিন আগে

আপনার কবিতাটি অবশ্য সুশ্রী মানে পড়তে একদম ফ্রেশ আর দুর্দান্ত

মুগ্ধতার রেশ কাটতেই চাইছেনা

শ্রী's picture
অফটপিক -

শ্রী 2 সপ্তাহ 6 দিন আগে

গুগল বা চ্যাটজিপিটি তো পরিত্যাজ্য বস্তু - কেন ব্যবহার করেন!

ঐ ক্যোটটি খুঁজে পেলাম

Gabriel García Marquez — 'Everyone has three lives: a public life, a private life and a secret life.'

শাহনূর's picture
"García Marquez"@শ্রী'দা বা শ্রী'দি বা শ্রী বিশ্রী সুশ্রী

শাহনূর 2 সপ্তাহ 5 দিন আগে

আপনাদের মন্তব্য পড়ে আমারও মনেহল, আররে তাইতো, একদম ভুলে গেছলাম। গতবছর আমি ওনার একটা বই কিনেছিলাম আমাজন প্রাইম থেকে, "One Hundred Years of Solitude"। এতো ক্ষুদ্র প্রিন্ট আর চরিত্রগুলোর নাম গুলো ঠিক ফলো করতে পারছিলাম না, তাই আর বেশিদূর পড়া হয়নি।

আমার কাছেও অন্যকোনো পথ নেই গুগল আর GPT ছাড়া। এদিকে আমি প্রণব আচার্য্যের বেশ কিছু কবিতা পড়ে খুব হতাশ হলাম, অনেক বছর আগে উনি যেমন সব বিস্ময়কর লেখা লিখেছেন, সেটার একাংশও কেন লিখতে পারিনা, অনুভব করি সর্বক্ষণ, কিন্তু ছাতামাতা কিছুই কলমে আসেনা। "এ ব্যথা কী যে ব্যথা, বোঝে কি আনজনে? সজনি, আমি বুঝি মরেছি মনে মনে"!



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline