চিঠি ফ্রম নেহার বান্ধবী

একজন কবিতা-কুটুম্ব's picture
শ্রী

দ্বিতীয় সংস্করণের পর থামিয়ে দিয়েছিলে
অভ্রতীর্ণ, জানি, আর পারোনি
কারণ নেহা গিয়ে বলেছিল, তীর্ণ, কি করে পারো
এতো মিথ্যা
কবিতা তো যাতনার আগুন অথবা জ্যান্তো বিষ
অথচ তোমার এই সব সাজানো মসৃণ ...
অভ্রতীর্ণ, তুমি এই শ্রী-কে চিনতে না, নেহার বন্ধু

নেহা বলেছিলো, মরাটাও শিখতে হয়
হাতে-কলমে, আমরা ক্রমশঃ জানছিলাম, কবিতা হয়, হতে পারে
তবে কবি বলে কিছু নেই, অথবা আস্লি তারা
বহু ভিতরের কোনো অজ্ঞাত প্রাণী, উভচর, ডিন্যারেটিভাইজড্
তিনটি জীবন তাদেরঃ "পাব্লিক, প্রাইভেট, সিক্রেট!"

নেহা দু সপ্তাহ লা-পাতা, প্রায়,
তোমাকে লিখছি, তোমাকে বলছি অভ্রতীর্ণ
আমি আজ জানি, কে বা কারা কবিতা করে সর্বস্ব খুইয়েছে
বিষাদের ত্রিপলে দিন-রাত, কী ভীষণ যৌন-অযৌন তারা
কী ভীষণ নিষ্ঠুর শব্দ, কী সকরুণ শব্দ নিঙরে আনে ...
না, আমি নিজে পড়িনা আর ...
দ্বিতীয় সংস্করণের পর, যা দেখি সব পাতা সাদা, ফাঁকা
বেবাক তারার আলো অন্ধকার চেটে খায়
যে অন্ধকারের পেটে কবিতার নির্জন

শ্রী

খায়রুল আহসান's picture
তিনটি জীবন তাদেরঃ "পাব্লিক, প্রাইভেট, সিক্রেট!" - বেশ লিখেছেন।

খায়রুল আহসান 2 সপ্তাহ 6 দিন আগে

তিনটি জীবন তাদেরঃ "পাব্লিক, প্রাইভেট, সিক্রেট!" - বেশ লিখেছেন।

.....

ভালবাসা ভালবাসি....

শ্রী's picture
এটি একটি উদ্ধৃতিমাত্র, মূল

শ্রী 2 সপ্তাহ 6 দিন আগে

এটি একটি উদ্ধৃতিমাত্র, মূল সোর্সটি দিতে পারলে ভাল হত তবে মনে পড়ছেনা

জামিল's picture
"মূল সোর্সটি ..."

জামিল 2 সপ্তাহ 6 দিন আগে

Public, Privet, Secret?
ChatGpt বললেন,

"The phrase "Public, Privet, and Secret" is often attributed to William Shakespeare. It appears in Act 3, Scene 1 of his play "Julius Caesar." Here is the full quote:

"Let's carve him as a dish fit for the gods,
Not hew him as a carcass fit for hounds.
And let our hearts, as subtle masters do,
Stir up their servants to an act of rage
And after seem to chide 'em. This shall make
Our purpose necessary and not envious:
Which so appearing to the common eyes,
We shall be call'd purgers, not murderers.
And for Mark Antony, think not of him;
For he can do no more than Caesar's arm
When Caesar's head is off."

In this passage, the conspirators are discussing how to present their actions to the public, keeping some details public (public), some private (privet), and some secret. This is part of their strategy to justify their assassination of Julius Caesar to the Roman people.

প্রশ্নটা আবার জিজ্ঞাসা করলে উনি বললেন,

"The phrase "Public, Privet, and Secret" does not appear to be a well-known or widely attributed quote from a specific individual. It's possible that it could be a phrase used in various contexts or by different people, but without more context or information, it's challenging to identify its origin or meaning. If you have additional details or context related to this phrase, please provide them, and I'll do my best to assist you further."

ঝর্না's picture
তুমুল তুমুল... !

ঝর্না 2 সপ্তাহ 12 ঘন্টা আগে

তুমুল তুমুল... !



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline