ক্রীড়া কাহিনী

রোমি
বহুদিন ডাংগুলি খেলিনি,
শুনে মৌমিতা মৌনী হাসি দিয়ে
খোলা চুল, খোলা চুল, সুগন্ধী মেঘ
হাসিতে রহস্য কেনো থাকে ডাং
কোনো গোয়েন্দা কেনো ভেদ করতে পারেনা ডাং
কিশোরী বয়সে আহা সে-ও খেলেছিলো ডাং
শাড়ির ভিতর থেকে মৌ ব্রতকথা বার করে
স্নেহলতা, আপেলের রস, সুডৌল ছায়া
মিতা মানে মৌ, মউ, মউউ ..
বহুবছর পর তার পাইলট স্বামী
দেখে মনে হল চিতা, প্যান্থার, মৌ তো
বশে রাখে উড়ন্ত সিট, বোহেমিয় ডানা
চোখের ফরেনসিকে চিনে নেয় পরকীয়া
বুকের পেলব পকেটে আকাশ-আঙুর
হে হে, মৌমিতা, অভ্যাসবশতঃ তাকে
শোনাই আপার নার্সারি, টু ক্রস টু
মানে ড্রিমের অধীনে, মানে স্মৃতি মানে
উফ-নস্টালজিয়া লুলাবাই হলে ...
চিকন আলোয় ভরা মৃত্যুদেশে এসে
দেখি কমনীয় তনয়ারা ডাং
সহাস্যে প্রতিযোগী হয় তারা ডাং
বহুদিন ডাংগুলি খেলিনি শুনে, হেথা হতে
অ্যাতো দূরে, দূর পৃথিবীতে, মৌমিতা ঘুমিয়েছে নিশ্চয় ....
খায়রুল আহসান 2 সপ্তাহ 6 দিন আগে
"দেখে মনে হল চিতা, প্যান্থার, মৌ তো
বশে রাখে উড়ন্ত সিট, বোহেমিয় ডানা
চোখের ফরেনসিকে চিনে নেয় পরকীয়া" - অতি চমৎকার! রেশ রেখে গেল!
ভালবাসা ভালবাসি....
জামিল 2 সপ্তাহ 6 দিন আগে
"বহুবছর পর তার পাইলট স্বামী
দেখে মনে হল চিতা, প্যান্থার, মৌ তো
বশে রাখে উড়ন্ত সিট, বোহেমিয় ডানা
চোখের ফরেনসিকে চিনে নেয় পরকীয়া
বুকের পেলব পকেটে আকাশ-আঙুর
হে হে, মৌমিতা, অভ্যাসবশতঃ তাকে
শোনাই আপার নার্সারি, টু ক্রস টু
মানে ড্রিমের অধীনে, মানে স্মৃতি মানে
উফ-নস্টালজিয়া লুলাবাই হলে ..."
তনয়ারা না হয়ে শুধুমাত্র তনয়া হলেও এই কবিতাটা বিস্ময়কর হবে সবাইর কাছে।
নতুন মন্তব্য পাঠান