আজ যা যা লিখব শুধু

বিদিশা
আজ যা যা লিখব শুধু টাইমপাস হবে
বিমর্ষতা আর বিরক্তির মাঝে ঝুলে আছে সাঁকো
ঘুণ ধরা কাঠে, তবুও পেলব হলুদ
সব গল্পের গহিনে এক তীব্র বিন্দু থাকে
কেউ কেউ ছুঁয়ে দেয় তাকে, বিদীর্ণ পাঠক
মনে পড়ে তাকে, আমাদের সঙ্গমবেলা
রিভার্স, আর উনসত্তর, আর - না থাক
সস্তা কিস্তিতে জমে ওঠা অভিমান
বহুদিন পরে, পড়ে শুধু ফোঁড়ের ম্লান দাগটুকু
মৃতেরা কোলাহল বোঝেনা কোনো, মৃত্তিকার হিমে
চির কোমা, প্রদীপের নিভু আলো
একটি হাসির স্মৃতি, না লেখা কবিতারা
পৃথিবীতে সংখ্যায় ঢের বেশি জেনে
আজ শুধু টাইমপাস হবে, মন জেগে আছে
শরীরটি ঘুমিয়েছে কবে !
শাহনূর 2 সপ্তাহ 6 দিন আগে
"আজ যা যা লিখব শুধু টাইমপাস হবে"
আপনার কলম থেকে এমন অনেক টাইমপাস করার কবিতা যেন বের হয়ে আসে এই কামনা করছি!
খায়রুল আহসান 2 সপ্তাহ 6 দিন আগে
আপনি তো টাইম পাস করে গেলেন, আমার টাইম পড়ে রইলো কবিতার পিছে।
এ কবিতা থেকে ভাবনার খোরাক হিসেবে প্রাপ্তিঃ
*সব গল্পের গহিনে এক তীব্র বিন্দু থাকে
কেউ কেউ ছুঁয়ে দেয় তাকে
*মৃতেরা কোলাহল বোঝেনা কোনো
*না লেখা কবিতারা
পৃথিবীতে সংখ্যায় ঢের বেশি
*মন জেগে আছে
শরীরটি ঘুমিয়েছে কবে!
ভালবাসা ভালবাসি....
bidisha 2 সপ্তাহ 6 দিন আগে
তাই? আচ্ছা, বেশ বেশ, থ্যাংক ইউ বলি?
খায়রুল আহসান 2 সপ্তাহ 6 দিন আগে
"থ্যাংক ইউ বলি?" - বোঝা গেল, মন্তব্যে আপনি প্রীত হয়েছেন। আমিও হলাম।
খেরওয়াল 2 সপ্তাহ 5 দিন আগে
সেইরকম, আসল আসল বা সত্যি সত্যি অনুভূতির কবিতা। তোমার বয়স কত হইল? নিজেকেও এখন বুড়া বুড়া লাগে, কিন্তু আবেগের মনে হয় কোন বয়স হয়না। ভোঁতা হয় কিংবা সেসবকে পাত্তা দেয়ার স্কোপ থাকেনা, কিন্তু একই আবেগ ২০ বছর আগেও যা, এখনও তার স্বরুপ একইরকম লাগে।
নতুন মন্তব্য পাঠান