কাঠের বাগানে

রাঠোর
কাঠের বাগানে বসে আছি
কতদিন নগ্ন হইনি আকণ্ঠ
ঘোষালের মেয়েকে দেখে মন শিস দিয়ে ওঠেনি
কোয়েলিয়া, কোয়েলিয়া
পায়েল পরাব তোমায়
রেকাবিতে রাখা ফুল, কাঠ হয়ে গেছে
ফণা তোলা সাপ ধীরে ধীরে নিজের করোটিতে
বিষ ঢেলে ঢলে গেছে কবে ...
কাঠের বাগানে কবিতার গন্ধ আসে
মাঝে মাঝে মনে পড়ে বৃন্তের উদ্বায়ী স্বেদ ...
মজঝিম বরষায় ভিজে কাশফুল
কতদিন আহা কতদিন দেখি নাই
কবিতার ভিতরে জেগে উঠতেছে প্রিয়তম
রমণীদের উদ্ভিন্ন স্মিত মুখ
শিশির 3 সপ্তাহ 6 ঘন্টা আগে
অপ্রস্তরিত স্বেদের ঘ্রাণে উন্মূল কেঠোপ্রাণ...
شيشير
রাঠোর 3 সপ্তাহ 6 ঘন্টা আগে
সমৃদ্ধ মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি
শিশির 3 সপ্তাহ 3 ঘন্টা আগে
থেকে থেকেই আমি খুব খেয়াল করেছি, সব কবিতায় এইসব ধুন্ধুমার গিরিঙ্গি হয়ে ওঠে না, কেমন যেন শরীর ও মন কাঁপিয়ে দেয় কিছু শব্দের বাতাস এসে এসে... এটি'ও সেই প্রকরণের কবিতা যার অভিষেকের সাথে সাথেই অ-কবিপ্রাণেও যেন শব্দচিত্রে দোলা লাগে... কিভাবে যেন তার পরে পরে কথানৃত্য সূচিত হতে থাকে, এমনই এর অপ্রতিম প্রেরণাশৈলী...
শুভাশীর্বাদ ও প্রেম রইলো প্রাণে...
রাঠোর 3 সপ্তাহ 5 ঘন্টা আগে
ভালোবাসা নিন প্রিয় কবি, শুভেচ্ছা নিরন্তর!
শাহনূর 2 সপ্তাহ 6 দিন আগে
"কোয়েলিয়া, কোয়েলিয়া
পায়েল পরাব তোমায়
রেকাবিতে রাখা ফুল, কাঠ হয়ে গেছে
ফণা তোলা সাপ ধীরে ধীরে নিজের করোটিতে
বিষ ঢেলে ঢলে গেছে কবে ...
কাঠের বাগানে কবিতার গন্ধ আসে ..."
চমৎকার এই পুরোটা কবিতাই।
খায়রুল আহসান 2 সপ্তাহ 6 দিন আগে
কাঠের বাগানে বসে বসে ফুলেল চিন্তা!
ভালবাসা ভালবাসি....
রাঠোর 2 সপ্তাহ 6 দিন আগে
না! সেরকম নয়!
নতুন মন্তব্য পাঠান