ছেড়ে চলে আসা এখনো সহজ

অভিজিৎ জানা's picture
অভিজিৎ জানা রবি, ২০২৩-০৯-১০ ০৮:৫৮

ছেড়ে চলে আসা যতটা সহজ
ফিরে যাওয়া তত নয়
ছিঁড়ে যাওয়া চীর জুড়ে নেওয়া যায়
জোড়া দাগটুকু রয়ে যায়
ছেড়ে চলে যাওয়া যতোটা সহজ
ফিরে আসা তত নয়

আমাদেরও ছিল উজল সকাল
সোনালী সফল দিন
গাভী ধান গাছে উছলে পড়া
সৌর কিরণ ঋণ
আমাদেরও ছিল উজল সকাল
সোনালী সফল দিন

মেঘ ভেঙে পড়া বৃষ্টি স্নানে
কষ্টি পাথরে ক্ষয়—
ধুলো বালু কণা ভেসে ভেসে শেষে
মোহনায় জমা হয়
মেঘ ভেঙে পড়া বৃষ্টি স্নানে
কষ্টি পাথরও ক্ষয়

তারপরে নামে গোধূলি বিকেল
আলো আধারের ঘোর
ভিতু মন শুধু আড়াল খোঁজে
আবেগে দিয়েছে দোর
তারপরে নামে গোধূলি বিকেল
আলো আধারের ঘোর

রাত্রি নিঝুম চরাচর জুড়ে
স্তব্ধতা জেগে রয়
বুকের আপসে শ্বসন বাতাসে
অনটন ধরা দেয়
রাত্রি নিঝুম চরাচর জুড়ে
স্তব্ধতা জেগে রয়…

প্রতিদিনের এই বিষাদ যাপন
বিস্বাদ তেতো তেতো
পাঁচনের মতো একটা ঢোকেই
গিলে নেওয়া যদি যেতো
প্রতিদিনের এই বিষাদ যাপন
বিস্বাদ তেতো তেতো…

ছেড়ে চলে যাওয়া এখনো সহজ
ফিরে আসা তত নয়
ফিরে ফিরে দেখা ফেলে আসা দিন
স্মৃতিদের কুরে খায়
ছেড়ে চলে যাওয়া এখনো সহজ
ফিরে আসা তত নয়…।।

__________________

অভিজিৎ

এনা's picture
ছেলেরা বেশিরভাগই পলিগ্যামাস,

এনা 3 সপ্তাহ 8 ঘন্টা আগে

ছেলেরা বেশিরভাগই পলিগ্যামাস, তাই বোধহয় ছেড়ে চলে আসা সহজ

এনা's picture
"আমাদেরও ছিল উজল

এনা 3 সপ্তাহ 7 ঘন্টা আগে

"আমাদেরও ছিল উজল সকাল"

আশ্চর্য যে কাল না পরশু এখানে কোনো একটা কবিতায় পড়ছিলাম -
"আমাদেরও দিন ছিল
আমাদেরও রাত ছিল উজালা উতল"

আরো আশ্চর্য অভিদা, এখানে কোনো কবিতায় তোমাকে কেন পাইনা? কোনো কবিতাই কি মন্তব্য করার মতো নয় তোমার কাছে Sad

ঐন্দ্রীলা ঘোষ's picture
সুন্দর চিরাচরিত লিরিকাল স্বাদ

ঐন্দ্রীলা ঘোষ 3 সপ্তাহ 7 ঘন্টা আগে

সুন্দর চিরাচরিত লিরিকাল স্বাদ মেলে আপনার লেখাতে

রাঠোর 's picture
ভাঙা কাঁচ জোড়া লাগেনা, ভাঙা

রাঠোর 3 সপ্তাহ 7 ঘন্টা আগে

ভাঙা কাঁচ জোড়া লাগেনা, ভাঙা সহজ গড়া কঠিন!

রাঠোর 's picture
কবিতাটির মধ্যেই যেন সুর

রাঠোর 3 সপ্তাহ 7 ঘন্টা আগে

কবিতাটির মধ্যেই যেন সুর বাজতেছে, এটিকে কোনো গান করা হোক!

মণিদীপা's picture
ফিরে যাওয়া তত নয় ফিরে যাওয়ার

মণিদীপা 3 সপ্তাহ 6 ঘন্টা আগে

ফিরে যাওয়া তত নয়

ফিরে যাওয়ার জন্য ফিরে দেখা মানে পিছন ফিরে দেখাটা বন্ধ করতে লাগে - তেমনভাবে চাইলে নতুন একটা শুরু কি করা যায়না, বলো?

কবিতাটা কবিতা হিসাবে বেশ সুন্দর, অর্নামেন্টাল, ভাল লাগল

তপতী's picture
ভাল লাগল অভিজিৎদা

তপতী 3 সপ্তাহ 6 ঘন্টা আগে

ভাল লাগল অভিজিৎদা

kalyan's picture
লিরিক, লিরিক!

kalyan 3 সপ্তাহ 6 ঘন্টা আগে

লিরিক, লিরিক!

রোমি's picture
নিটোল, পেলব এক স্বপ্নের মধ্যে

রোমি 3 সপ্তাহ 4 ঘন্টা আগে

নিটোল, পেলব এক স্বপ্নের মধ্যে দিয়ে হাঁটলাম যেন
না-পাওয়ার কথা, তবুও মসৃণ-রেশম

শ্রী's picture
ছেড়ে চলে আসা সহজ ??

শ্রী 3 সপ্তাহ 3 ঘন্টা আগে

ছেড়ে চলে আসা সহজ ??

অভিজিৎ জানা's picture
হয়তো তুমিই ঠিক

অভিজিৎ জানা 3 সপ্তাহ 2 ঘন্টা আগে

হয়তো তুমিই ঠিক ..... তবে কোন এক অন্য প্রসঙ্গে অন্য কবিতায় লিখেছিলাম.....
কবিতায় উথলে ওঠা বাতুলতা থেকে
চলকে পড়া চোখের জল
নারকীয় হত্যাকাণ্ড থেকে
নাগরিক মিছিল—
সহাবস্থান টিকিয়ে রাখার প্রহসন মাত্র
মানুষ স্বভাবগত ভাবে আসলেই পলিগ্যামি।

এনা's picture
আচ্ছা বেশ অভিদা

এনা 3 সপ্তাহ 2 ঘন্টা আগে

আচ্ছা বেশ অভিদা

অভিজিৎ জানা's picture
কি করে বোঝাই বল!

অভিজিৎ জানা 3 সপ্তাহ 1 ঘন্টা আগে

কি করে বোঝাই বল
আসলে গভীর দীঘির কাছে
নীরবতা ভালো
আমি তো জোনাক পোকা
কবিতারা সূর্য আলো

এনা's picture
বাঙালির আর কোনো হাত না থাক,

এনা 3 সপ্তাহ 1 ঘন্টা আগে

বাঙালির আর কোনো হাত না থাক, অজুহাত আছে Smile

এনা's picture
আবার এটাও বলা যেতে পারে,

এনা 3 সপ্তাহ 1 ঘন্টা আগে

আবার এটাও বলা যেতে পারে, "এড়িয়ে যাওয়া" "স্বার্থপরতা" kimkortobbobimuroh

অভিজিৎ জানা's picture
সহমত

অভিজিৎ জানা 3 সপ্তাহ 1 ঘন্টা আগে

সহমত

এনা's picture
সহমত হয়ে লাভ কি অভিদা? সবাই

এনা 3 সপ্তাহ 1 ঘন্টা আগে

সহমত হয়ে লাভ কি অভিদা? সবাই যদি "জোনাক পোকা" অজুহাতে তোমার কবিতাতেও নীরব থাকে, তোমার ভাল লাগবে? নাকি কিছুই এসে যায়না Sad

খায়রুল আহসান's picture
দ্বিতীয় স্তবকটা মারাত্মক সুন্দর!

খায়রুল আহসান 2 সপ্তাহ 6 দিন আগে

দ্বিতীয় স্তবকটা মারাত্মক সুন্দর!

.....

ভালবাসা ভালবাসি....



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline