সত্য মিথ্যা

আর ইসলাম's picture
আর ইসলাম মঙ্গল, ২০২৩-০৩-২৮ ১০:৫০

সত্য বললেই ভাবছো মিলবে
সমাজ পতির বাহবা?
দিবেও তালি মিলবে বুলি
সাহস স্তুতি সহসা!

ওরে বেকুব সময় এখন
উল্টো চলে পলকে,
নিমিষেই নেয় ভোলটা পাল্টে
মিথ্যে কে লয় চুমুকে।

সত্যি বললে সব হারাবি
চাকরি যাবে সহজে,
সত্যি বললে ভাঙবে কাঁঠাল
মিথ্যা ঢুকায় মগজে।

সত্য বলার সেই যুধিষ্ঠির
নেইও এখন সমাজে,
মিথ্যে এখন যথা তথায়
বসবাস তার কাগজে।

মিথ্যেবাদীর স্থানটা এখন
অনেক অনেক উঁচুতে,
থাকলে টাকা সত্য ঠেলে
দিচ্ছে যে স্থান হাঁটুতে।

রাখিস মনে মিথ্যে হয়তো
আবাস গড়ে ক্ষণেতে,
যায় কি পাওয়া সুখের ছোঁয়া
দেহের ভেতর মনেতে?

২৮/০৩/২০২৩
ময়মনসিংহ।

শাহনূর's picture
কী হল ? মঞ্চ যে বেশ নিঝুম।

শাহনূর 1 বছর 3 সপ্তাহ আগে

কী হল ? মঞ্চ যে বেশ নিঝুম। এদিকে দুদিন ধরে আমার প্রচন্ড দাঁত ব্যথা, কোভিডের ভয়ে অথবা কোভিডকে ঢাল বানিয়ে আমি অনেকদিন দুটো জায়গায় যাইনি --- ১) দাঁতের ডাক্তার, ২) চুল কাটার দোকান। নিজেই নিজের চুল কাটি, আর সবসময় ক্যাপ পরে থাকি। সেটাতে তেমন কোনো অসুবিধা নেই। কিন্তু এবার আমি কী করবো? ব্যথার ট্যাবলেট খেয়ে দাঁত ব্যথা কমছে না। হাফ মাড়ি দিয়ে যা পারি তাই খেয়ে চালিয়ে দিচ্ছি। একদিক দিয়ে ভালোই, হয়তো কিছু ওজন কমবে।

হ্যাঁ, সত্য মিথ্যা। এটা একটা প্যারাডক্স আমার কাছে। মানে যদি
"সত্যটা" বিশেষন, আর "মিথ্যাটা" বিশেষ্য ভেবে নেই, তাহলে সেটা কী হয় ইসলাম ভাই? ভাবুন, ভাবতে থাকুন। ভালো কথা, এই "সত্যমিথ্যা" নামে কবে যেন একটা উপন্যাস পড়েছিলাম, এখন আর মনে নেই। দাঁতের ব্যথায় সব কিছু ভুলে যাচ্ছি। আবার কবে যেন "লালসালু" নামেও একটা উপন্যাস পড়েছিলাম, ভাসা ভাসা মনে আছে, যেখানে মিথ্যাটা শুনতে শুনতে সেটা সত্য হয়ে গিয়েছিলো। হুমম?

শাহনূর's picture
"সত্য বলার সেই যুধিষ্ঠির নেইও

শাহনূর 1 বছর 3 সপ্তাহ আগে

"সত্য বলার সেই যুধিষ্ঠির
নেইও এখন সমাজে,
মিথ্যে এখন যথা তথায়
বসবাস তার কাগজে।"

ঠিক বলেছেন! তবে কাগজের ব্যাপারটা বোধগম্য হলনা। ঊঃ উঃ দাঁতে ব্যথা ...! Sad Sad

আর ইসলাম's picture
ভাই, দাঁত ব্যাথা নিয়ে মোটেই

আর ইসলাম 1 বছর 3 সপ্তাহ আগে

ভাই, দাঁত ব্যাথা নিয়ে মোটেই হেলাফেলা করা উচিত নয়। আপনি শিগগির যান ডাক্তারের কাছে। তারপর কথা হবে।
আজ আমার ছেলের নতুন কেমোথেরাপি শুরু হয়েছে। একেক টা কেমো পাঁচ দিন ধরে।
থাক পরে বলবো। আপনি ডাক্তারের কাছে যান তো আগে।

শাহনূর's picture
ন্যাড়া বেল তলা যায় ক'বার?

শাহনূর 1 বছর 3 সপ্তাহ আগে

ন্যাড়া বেল তলা যায় ক'বার? সাত বছর আগে নতুন দাঁত লাগাতেই হবে বলে সাত হাজার ডলার নিয়েছে। দেখিনা আরো কটা দিন! কি হয়। আপাততঃ "জাউভাত" আর brown sugar মিশিয়ে ব্রেকফাস্ট করলাম। বহুদিন পরে "জাউভাত" খেতে মন্দ লাগছেনা। আমি আজ সারাদিন পুরোনো সিরিয়াল দেখবো ভেবে রেখেছি। লীনা গঙ্গোপাধ্যায় একই সাথে দশ বারোটা সিরিয়ালের এপিসোড লেখেন প্যারালেল ভাবে। ভদ্রমহিলার নোবেল পাওয়া উচিৎ। তবে আমি ওনার 'বিন্নি ধানের খই' দেখবোনা। আমি দেখবো অর্জুন, গৌরব, মিঠু, মিমি, অঞ্জনা বসু, শাশ্বত চ্যাটার্জী, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তীর "গানের ওপারে"। ওটাতে আমার প্রিয় অভিনেতা কৌশিক সেনও আছেন। 'গানের ওপারে'-র কার্যনির্বাহী পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ। উনি আমার একজন idol!

50+ রবীন্দ্র সঙ্গীত, আর ফাটাফাটি সিনেমাটোগ্রাফি, আমি যতোবার দেখি ততবার মুগ্ধ হয়ে যাই। দেখতে দেখতে হয়তো আমার দন্ত ব্যথা কমে যেতে পারে। কিজানি!

রুবেন's picture
বেশ তো

রুবেন 1 বছর 3 সপ্তাহ আগে

বেশ তো



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline