জয়-পরাজয় সমাচার
snbaqui
বৃহ, ২০২২-০৪-২৮ ১০:৩০

ফুটবল ক্রিকেট সহ নানা খেলাধুলা
দেখা হয় উপভোগের জন্য
আবেগ প্রশমিত করে
বিবেক কে দিয়ে প্রাধান্য,
জাতি, ধর্ম, বর্ণ --
এসব নয় মুখ্য বরং গৌণ।
জয় পরাজয় বড় কথা নয়
তবু পক্ষ নিতে হয়,
তবেই সেটা হয় উপভোগ্য
আর আনন্দময়।
বিজয়ে উল্লসিত হই আত্মহারা নয়,
যদিও জয়ের আনন্দ অপেক্ষা
পরাজয়ের গ্লানি দীর্ঘায়িত হয়,
তবে কভু শোকে মুহ্যমান নয়।
মানুষের জীবনে কতো কিছুই তো
বিসর্জন দিতে হয়,
তাই স্বাভাবিক ভাবেই মেনে নেয়া
মনুষ্যত্বের পরিচয়।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 114

শাহনূর 2 বছর 46 সপ্তাহ আগে
মানুষের জীবনে কতো কিছুই তো
বিসর্জন দিতে হয়,
তাই স্বাভাবিক ভাবেই মেনে নেয়া
মনুষ্যত্বের পরিচয়।
যথারীতি মুগ্ধ হলাম। কিন্তু ভাই, অনেক মানুষতো স্বাভাবিক ভাবে মেনে নিতে পারেনা সব কিছু। অস্বাভাবিক ভাবে নিশ্চুপে দুঃখ কষ্ট পায়, কিন্তু তেমনটা প্রকাশ করেনা, সেটাতে কি মনুষ্যত্বের পরিচয় নেই? ভাবছি! এই "স্বাভাবিক" এর ডেফিনেশান কি? ভাবছি। আপনার সব কবিতাই আমাকে ভাবায়! ভেবে কূল কিনারা পাইনা।
অনেক অভিনন্দন রইলো।
snbaqui 2 বছর 46 সপ্তাহ আগে
মনুষ্যত্ব প্রকাশ পায় এমন অনেক স্বাভাবিক বৈশিষ্ট্য আছে যা সুনির্দিষ্ট নয়। চারিত্রিক মাধুর্য ও মহত্ত্বতা মনুষ্যত্বের অন্যতম পরিচায়ক হতে পারে।
এটা আমার ক্ষুদ্র জ্ঞানের উপলব্ধি মাত্র।
আপনার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও নিরবচ্ছিন্ন শুভকামনা রইলো।
শাহনূর 2 বছর 46 সপ্তাহ আগে
বলতে এতটুকুন লজ্জিত নই যে আপনার লেখা থেকে আমি অনেক কিছু শিখি, নিজের জীবনে কোথায় কোথায় ভুল করেছি সেগুলোও সন্ধান করি, দুঃখ হয় মাঝে মাঝে যে বড় বেশি দেরি হয়ে গেছে, আর ফিরে যাবার কোনো উপায় নেই, বেলা যে পড়ে এলো, ......, জলকে চল! আমাদের অনেকের জীবনটা বড় বেশি নির্মম, এক বিন্দু ভ্রান্তির ক্ষমা নেই।
snbaqui 2 বছর 46 সপ্তাহ আগে
"এই পৃথিবীর বিরাট খাতায়
শিক্ষা যে সব পাতায় পাতায়
নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র ।"
অতীতের যতো ভুল, রোমন্থনে ব্যাকুল
না পাই কূল।
যতোটুকু আছে বেলা
উচিত তাই সাবধানে চলা।
নতুন মন্তব্য পাঠান