জীবন ঘনিষ্ঠ অপ্রিয় বাস্তবতা

snbaqui's picture
snbaqui বুধ, ২০২২-০৪-২৭ ০৬:১৮

জীবনের সব দুঃখ-কষ্ট, বেদনা,

সর্বদা প্রকাশ করা ঠিক হবেনা।

অনেকেই ভালবেসে - বন্ধুবেশে,

জানাবে সমবেদনা।

মনে মনে উল্লাস,মুখে তার প্রেরণা,

কখনো বা বিদ্রুপ,কখনো লাঞ্ছনা ;

উপহাসে সিদ্ধহস্ত তাই বিভ্রান্ত হয়োনা।

সুযোগসন্ধানী -স্বার্থান্বেষী

সুবিধা নিতে পিছপা হয়না,

যত দিবে তত নেবে আকাঙ্খা মেটেনা।

সুযোগ বুঝে বিষাক্ত ছোবল দিতে

কখনো ছাড়েনা ।

বিশ্বাসঘাতকের প্রতি কভু নয় করুণা,

বেঈমান-মোনাফেকদের সদা করো ঘৃণা।

শাহনূর's picture
"জীবনের সব দুঃখ-কষ্ট,

শাহনূর 2 বছর 46 সপ্তাহ আগে

"জীবনের সব দুঃখ-কষ্ট, বেদনা,
সর্বদা প্রকাশ করা ঠিক হবেনা।
অনেকেই ভালবেসে - বন্ধুবেশে,
জানাবে সমবেদনা।"
ভুক্তভোগীর কাছে এটা দারুণ উপদেশ! কবিতাটা ভালোলাগলো তাই!

snbaqui's picture
" কী যাতনা বিষে, বুঝিবে সে

snbaqui 2 বছর 46 সপ্তাহ আগে

" কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে। "

শুভকামনা রইলো।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline