কটাক্ষ নয়:রঙ্গ-ব্যঙ্গ
snbaqui
সোম, ২০২২-০৪-২৫ ০৭:১৬

উপাসনালয়ের ধর্মীয় প্রধান
ডেকে বলে --- ভর্ৎসনা ছলে
কেমনে পশিল তব পশু পবিত্র স্থলে।
সুবেশধারী শিক্ষিত নাস্তিক মালিক
বিনয়ের সাথে বলে
গোরু মোর বাঁধা ছিল
নিজেরই গোয়ালে
শিক্ষা দীক্ষা নাই মোর
নির্বোধ আবালে
দড়ি ছিঁড়ে প্রবেশিল
আমারই বেখেয়ালে।
আমাকে দেখে নাই কেউ
কস্মিনকালে
কভু ঢুকতে হেথা মনের ভুলে
তাই এবারের মতো আমায়
ক্ষমাসুন্দর দৃষ্টি দিলে
বাধিত থাকব আমি
ভুলবনা কোনো কালে।
নোংরা হয়েছে যেথা প্রবেশের ফলে
ধুয়ে মুছে দিচ্ছি আমি বিশুদ্ধ জলে
মাথা পেতে শাস্তি নেব পুনরাবৃত্তি হলে।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 94

নতুন মন্তব্য পাঠান