বিপজ্জনক বটে
snbaqui
রবি, ২০২২-০৪-২৪ ০৮:৩০

বসের সামনে হাঁটা
ঘোড়ার পেছনে ছোটা
মরা কৈ মাছ কুটা
খেজুর গাছে ওঠা
সূর্য মুখে হাঁটা।
গরম তেলে ফোড়ন দেয়া
কানের মধ্যে নরুন দেয়া
স্রোতের জলে বাঁধ দেয়া।
মৌচাকে ঢিল ছোঁড়া
বৃষ্টি ভেজা গাছে চড়া
জিহ্বায় ফোট-পাছায় ফোঁড়া।
পুলিশের তাড়া খাওয়া
আবর্জনাময় পুকুরে ঝাঁপ দেয়া
কুকুর দেখে দৌড় দেয়া।
আনাড়ি লোকের পরামর্শ নেয়া
হাতুড়ে ডাক্তারের চিকিৎসা নেয়া
ফুটপাতের খাবার খাওয়া।
অন্ধকারে অচেনা পথে আসা-যাওয়া
দায়িত্বজ্ঞানহীন লোকের দায়িত্ব পাওয়া
অসচেতন জনগোষ্ঠির নেতৃত্ব দেওয়া।
______________________
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 87

শাহনূর 2 বছর 46 সপ্তাহ আগে
আবার খুব সুন্দর একটা ছন্দময় কবিতা লিখেছেন। অনেক অভিনন্দন রইলো! কৈ মাছ অবশ্য সহজে মরেনা, এমনকি গরম তেলেও লাফ দেয় শুনেছি!
snbaqui 2 বছর 46 সপ্তাহ আগে
"কৈ মাছের প্রাণ" -- বাংলা প্রবাদ।
নিয়মিত না হলেও প্রায়ই আপনি মতামত ব্যক্ত করেন, আপনার প্রতি আমার আন্তরিক ও অকৃত্রিম শুভকামনা রইলো।
নতুন মন্তব্য পাঠান