উদ্ভটের উদ্ভব
snbaqui
বৃহ, ২০২২-০৪-২১ ১৩:২৭

পুরুষের উপার্জন
মেয়েদের জন্ম সন
রাখা উচিত অতি গোপন
আছে কিছু সঙ্গত কারণ
কমবয়সীরা বয়স কমান
বয়স্করা বয়স বাড়ান
তাতে বৃদ্ধি মান-সম্মান।
হরেক রকম মানুষের
কতো রকম ভেক
কারো ফেসবুকে আইডি ফেক
কেউ কেউ আবার করে হ্যাক
অপকর্মে বিশেষ ঝোঁক
খোঁজে ছিদ্র খোঁজে ফাঁক
এদের চাতুর্যে হতবাক।
বিশেষ সুবিধা নিতে হলে
নিয়ম-নীতি মেনে নয়
ঝুঁকি একটু বেশি নিলেই
সাফল্যের পথ সুগম হয়
কোনো কোনো কার্যক্রম
ভাগ্যের হাতে সঁপতে হয়
সময়ের বিবর্তনে নিয়ম-নীতি
পরিবর্তনও হয়।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 118

শাহনূর 2 বছর 47 সপ্তাহ আগে
"কতো রকম ভেক
কারো ফেসবুকে আইডি ফেক
কেউ কেউ আবার করে হ্যাক
অপকর্মে বিশেষ ঝোঁক
খোঁজে ছিদ্র খোঁজে ফাঁক
এদের চাতুর্যে হতবাক।"
কবি ভাই, আমার ফেস বুকে কিছু নাই, একটা ভুয়া বার্থ ডে আছে, বাড়ানো নয় কমানো, কোথাও লাইক দিলে ওরা সেই বার্থ ডে প্রকাশ করে দেয় (ক্লিক করলে), কিছুতেই সেটাকে ইরেজ করতে পারিনা, ওটা বলে একবারের বেশি বি ডে বদলানো যাবেনা, তাই আজকাল আর লাইক ফাইক ইত্যাদি দেইনা।
যথারীতি সুন্দর লিখেছেন কবিতাটা। একটা কথা খুব সুন্দর বলেছেন, "সময়ের বিবর্তনে নিয়ম-নীতি
পরিবর্তনও হয়।"! মহা সত্য!
snbaqui 2 বছর 47 সপ্তাহ আগে
" চুলে আমার পাক ধরেছে
সেদিক নজর কেনো,
তোমার আমার সবার বয়স
একই রকম জেনো। "
আপনি চির নবীন, এভাবেই থাকুন।
শাহনূর 2 বছর 47 সপ্তাহ আগে
আপনার উঠানে গুলমোহর ঝরুক! উঠান না থাকলে আপনার ঘরে! জানালাটা খোলা রাখতে হবে অবশ্য! নইলে ছপ্পড় ফাড়কে পরেগা!
নতুন মন্তব্য পাঠান