উদ্ভট বটে
snbaqui
মঙ্গল, ২০২২-০৪-১৯ ১২:৩৯

আম ধরে কি আমড়া গাছে
কৈ মাছ কি কভু চড়ে গাছে
সস্তা মাছে বিড়ালও যে কাঁটা বাছে।
যার কাজ তার সাজে
রশি বাঁধেনা গরুর লেজে
শুধু কথায় কি আর চিড়ে ভেজে।
শিং কেটে বাছুর সাজে
বুড়ো পাত্র ছুঁড়ি খোজে
পার্লারে বুড়ি কনে সাজে।
কুড়োল দিয়ে কি দাড়ি চাঁচে
ঘুঙুর ছাড়া প্রেমিকা নাচে
মাছ ধরতে কি কেউ নদী সেচে।
আড়িপাতায় আসলে হাসি
অভিসারেে উঠলে কাশি
অচল অক্ষম শ্যামের বাঁশি।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 120

শাহনূর 2 বছর 47 সপ্তাহ আগে
"শিং কেটে বাছুর সাজে
বুড়ো পাত্র ছুঁড়ি খোজে
পার্লারে বুড়ি কনে সাজে।" ...
একটু একটু হিংসার গন্ধ পাচ্ছি ভাই, অবশ্য লিখেছেন বড় দূর্বার ...
snbaqui 2 বছর 47 সপ্তাহ আগে
বৃদ্ধস্য যুবতী ভার্যা !
শাহনূর 2 বছর 47 সপ্তাহ আগে
শুধু কথায় কি আর চিড়ে ভেজে?
মাঝে মাঝে ভেজে বৈকি! সেটা হয়বা বৃদ্ধা কিংবা তরুণী যাহাই হউক না কেন? আর হ্যাঁ, ভার্যা হোক বা অন্যকিছু হোক, তাহাতে কিছুই যায় আসেনা, ধুরন্ধর হইলে কাজে লাগিয়া যায়, আমিতো মহাপ্রেমিক কৃষ্ণের কাছ থাকিয়া দীক্ষা লইয়াছি। দেখুন না কবিবর, আপনার কবিতা পড়িয়া আমি এমন মোহিত হইয়াছি যে হাবিজাবি বকিয়া যাইতেছি, থামিতে পারিতেছি না! "অভিসারেে উঠলে কাশি
অচল অক্ষম শ্যামের বাঁশি।" ব্বাঃ ব্বাঃ কেয়াবাৎ কেয়াবাৎ!
শাহনূর 2 বছর 47 সপ্তাহ আগে
"ঘুঙুর ছাড়া প্রেমিকা নাচে
মাছ ধরতে কি কেউ নদী সেচে।"
আরে ভাই, আমি একা একা মঞ্চে ঘুরিফিরি, মাঝে মাঝে আপনার স্তবকে স্তবকে ঝাঁপ দেই, অনেক কিছু মনে করিয়ে দেয়, হ্যাঁ, মাছ ধরতে নদী সেচিনি আমি কোনোদিন, কিন্তু দুদিকে বাঁধ দিয়ে সরু খাল সেচেছি, এবং রুই কাতল না হলেও শিঙ, মাগুর, কৈ (মানে 'কোথায়' নয়, 'কই' মৎস্য), ইচা, বইচা, খইলসা, বাইল্যা, কাইক্কা, এবং ধোড়া সাপ ইত্যাদি ধরেছি! ঘুংগুর? না সেটা পাইনি অবশ্য! আরে ভাই, প্রেমিকা কোথায় পাবো যে নাচবে? সেতো তখন খুব সম্ভব কথবেলের ভেতরে কাঠি খোঁচাচ্ছে টিফিন পিরিয়ডে, ইস্কুলের মাঠে অশ্বত্থ তলায়! দেখিনি, তবে শুনেছি। আপনার "নদী সেচা" পড়ে টাইমে মেশিনে চেপেছি ভাই! বিরক্ত হলে ক্ষমা করবেন প্লীজ!
snbaqui 2 বছর 47 সপ্তাহ আগে
বহুগুণে গুণান্বিত আপনি, বিভিন্ন বিষয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। আপনার মতামতের ভিত্তিতে আমি অনুপ্রাণিত হই।
অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভকামনা রইলো।
নতুন মন্তব্য পাঠান