দ্বিধান্বিত চিত্ত
snbaqui
বৃহ, ২০২২-০৪-১৪ ১২:৪৫

মনের ভাব করতে প্রকাশ
ব্যর্থ হয় অনেক প্রয়াস
তাই অবস্থা বুঝে ব্যবস্থা
নইলে হতে হয় হেনস্তা
কর্তার ইচ্ছায় কর্ম
না মানলে অধর্ম।
মন না জেনে দিলে মন
শিশুর হাতে থাকলে ফোন
যে কাউকে দিলে ঋণ
কিংবা অপাত্রে করলে দান
যত্রতত্র জ্ঞান বিতরণ
নির্বুদ্ধিতার নিদর্শন।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 90

নতুন মন্তব্য পাঠান