দ্বিধা দ্বন্দ্বে ছন্দহারা
snbaqui
বুধ, ২০২২-০৪-১৩ ১৭:৩৪

কবিতা-নাটক-উপন্যাসে
দ্বিধাহীন চিত্তে কায়ক্লেশে
ভাবগম্ভীর পরিবেশে
লিখতে এসে
সমস্যা প্রকট অবশেষে
যুতসই শব্দ চয়ন
আর অর্থপূর্ণ বাক্যবিন্যাসে
লিখতে অক্ষম অনায়াসে।
নিজেকে বিজ্ঞ ভেবে
ভাব নিয়েই থাকি বসে
জ্ঞানের বাণী শোনাতে উৎসুক
থাকি সুযোগের আশে
ভাবের উদয় হবে চেতনার উন্মেষে।
বিদগ্ধ ঋদ্ধ-শ্রদ্ধাবান
বিজ্ঞ অভিজ্ঞ গুণীজন
তাদের ভাবধারা অনুকরণ
কিংবা চিন্তা-চেতনা অনুসরণ
ব্যর্থতায় পর্যবসিত পরিশেষে।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 103

নতুন মন্তব্য পাঠান