উপার্জন কথন

snbaqui's picture
snbaqui শনি, ২০২২-০৪-০৯ ১৭:২৪

অবৈধ পন্থায় উপার্জন
নৈতিকতা বিসর্জন
হতে পারে সাময়িক উন্নয়ন
স্থায়ী থাকেনা আজীবন।

হতে পারে বিপর্যয়ের কারণ
সংসারে অশান্তির বীজ বপন
সমস্যা সংকুল জীবন যাপন
সুখ-স্বাচ্ছন্দ্য অবসান।

উত্তম সমাধান----
সৎপথের সন্ধান
তবেই মানবিক গুণাবলীর
উৎকর্ষ সাধন।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline