উপার্জন কথন
snbaqui
শনি, ২০২২-০৪-০৯ ১৭:২৪

অবৈধ পন্থায় উপার্জন
নৈতিকতা বিসর্জন
হতে পারে সাময়িক উন্নয়ন
স্থায়ী থাকেনা আজীবন।
হতে পারে বিপর্যয়ের কারণ
সংসারে অশান্তির বীজ বপন
সমস্যা সংকুল জীবন যাপন
সুখ-স্বাচ্ছন্দ্য অবসান।
উত্তম সমাধান----
সৎপথের সন্ধান
তবেই মানবিক গুণাবলীর
উৎকর্ষ সাধন।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 94

নতুন মন্তব্য পাঠান