রকম ফের
snbaqui
শুক্র, ২০২২-০৪-০৮ ০৭:০১

বাড়ির শোভা বাগ বাগিচা
ঘরের শোভা ডোয়া
গাছের শোভা ফল-ফুল
নদীর শোভা খেয়া
সময়মতো নেতারা চায়
জনগণের দোয়া
জনগণের ভাগ্য নিয়ে
খেলছে কতোই জুয়া
পার হলেই পাটনি শালা
উবে যায় মায়া
লক্ষ্য এদের অন্যতম
চেটেপুটে খাওয়া
অনেকের কাছে টাকা-কড়ি
ছেলের হাতের মোয়া
ধর্মের নামে তাবিজ-কবজ
আখের গুছিয়ে নেয়া
বিপদ-আপদে নাস্তিকও মাগে
সৃষ্টিকর্তার দয়া
চটকদার বিজ্ঞাপনের
অধিকাংশই ভুয়া
ডাক্তার অপেক্ষা অভিজ্ঞ বেশি
নার্স আর আয়া
অলস ব্যক্তির মূখ্য কর্ম
খাওয়া এবং শোয়া।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 149

রফিক 2 বছর 49 সপ্তাহ আগে
জানেন স্যার, ফারাহ্ সাঈদের একটি কবিতা পড়ছিলাম -
গানক্লান্ত বন্ধ কেন হবে গাছ
ওহে ক্লিভলেন! বৃষ্টিফোঁটা নয়
বরং সিগারেট খাবো আজ
বৃষ্টিফোঁটারা হামা দিতে জানে না
কেননা তারা হামা দিতে জানে না
সফরে লেখা চিঠির হিম
উল্টোখামেও পাঠানো গ্যালো না
কেবল খুলে দিতে পারি গান
লেন বাইলেন গাছের সমান
দ্যখো, আমাদেরই নিরাকার গ্রহে

উযমা নেমে যাচ্ছে ধীরে!
- ফারাহ্ সাঈদ
ওইটাই কেবল মনে হচ্ছেঃ "কেবল খুলে দিতে পারি গান" আমরা কেবল খুলে দিতে পারি গান, পি সি পি এন কুটকাচালি বিপ্লব ইত্যাদি "মন চাইছে" বলেই চালিয়ে দেওয়া নয়, নয় আমাদের জন্য!
যাক গে, ফারাহ সাঈদের কথা যখন এসে পড়লই, ওনার একটা কাব্যগ্রন্থ আমার বেশ প্রিয়, নাম "ফ্রেঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা", ওনার আরো একটা কবিতা শেয়ার করে যাই
"জন্মদাগ মিটিয়ে ফেলতে নেই। রক্তের ভেতর সে এক জমাট জবা ফুল। যেনো রক্ত কণিকায় চাবুক বিরোধী কোন যুবক ট্রাফিক রুমের আলো নিয়ে খেলছে। সামনেই বন্ধ দুয়ার। চামড়া ঠেলে নতুন এক তিলের কসম তৈরিতে ব্যস্ত সে নাবিক জলের নিঃশ্বাস ভেঙে ফেলে ফিরিয়ে দিতে শামুকের ছলাছল, প্রতিদিন এক থালা চাঁদকে ঠোঁটের কাছে এগিয়ে নিয়ে যাওয়াই তার কাজ।
ডেকে যায় ত্বকের গালিচা, খুব ভোরে, ও ফিরে আয়, ফিরে আয়, দুলকি দোলে তিলের জমজ ভাই।" - এই কবিতাটির নাম জন্মদাগ
শাহনূর 2 বছর 49 সপ্তাহ আগে
আমিতো ফারাহ সাঈদের লেখা দেখে ঘূর্ণি খাচ্ছি। আগে জানা ছিলোনা। এখনো কিছুই জানিনা। আজ সারাদিন আমার অনেককাজ, তবু তাড়াহুড়ো করে কিছুটা সার্চ করলাম, দেখি "জাগতিক আঙুরের গার্হস্থ্য"
"জাগতিক আঙুরের গার্হস্থ্য তুমি
নত মুখে, ঘড়িবদলের ছলে বলেছিলে
সাত ঘড়ি দূরত্বে আমাদের ঘুমের শিথান
কোথাও কি ক্ষুধার নাশপাতি নেই গোপন রাখবার?
দ্বিধাবৃক্ষ-ছায়ার মতোই নির্বাক ......"
এতো দেখছি হীরের খনি। আপনাকে অনেক ধন্যবাদ!
শাহনূর 2 বছর 49 সপ্তাহ আগে
আপনার "রকম ফের" ভালোলাগলো!
snbaqui 2 বছর 49 সপ্তাহ আগে
আপনার ভালো লাগলেই আমি ধন্য।
snbaqui 2 বছর 49 সপ্তাহ আগে
আমার এই তুচ্ছ লেখার কারণে জ্ঞানগর্ভ কিছু জানা হলো।
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নতুন মন্তব্য পাঠান