স্প্যাগেটিশপের সামনে বাধ্য সারমেয়
কারণ রাশ ধরে আছেন নির্দয়া
মোহিতের চোখে ফিরিয়ে দিচ্ছেন হেলা
ড্রাগনপাহাড়ের পাথরে বানানো গথিক গীর্জা
যেখানে বিদ্ধ করেছে আকাশ সেখানে আরো নীল গাঢ় নীল
গথগাথা-১
নবিসুকে - ১২ এফ চ্যাটার্জি লেন
সাবেকী তন্তুছাপে ভরে ছিল তার আনাগোনা
চাঁদের বুড়ির সাথে বুঝি তার খুব দহরম
কি জানি উত্তরীয় তার চরকায় বোনা,
আমাকে পড়িয়েছিল কিনা।
587
তুমি এসো // ব্রততী কুন্ডু
তুমি এসো // ব্রততী কুন্ডু
'তুমি এসো, তোমার জন্য কারো অপেক্ষার বাহু
মেঘ সরিয়ে সরিয়ে ভিন-আকাশ এঁকে চলেছে'
এই অনবদ্য লাইনগুলো শুধু না পুরো কবিতাই এক মুগ্ধতায় ভরা হয়ে রইল...
- 7টি মন্তব্য
3849
রিসেপশন ডেস্ক থেকে - অর্বাচীন
রিসেপশন ডেস্ক থেকে...কবি অর্বাচীনের...অন্যরকম তাই অসম্ভব ভালোলাগা কবিতাটা...
বিস্তারিত এখানে »- 8টি মন্তব্য
3443
বাউল - কবিতার নাম গোবিন্দ হালদার
আমিও শরনার্থী শিবিরের সদস্য ছিলাম। সিনেমার টিকিটে কর প্রদান করে
যে দর্শক আমার অন্ন যোগাতো, আমি ছিলাম তার ভাই।তাঁবুতে গান গেয়ে
যে শিল্পী জাগাতো আমাদের হৃদয়ের স্পন্দন- আমরা তাঁর দিকে তাকিয়ে
- 2টি মন্তব্য
675
সাগরনীল - পরস্ত্রীকে
জানলাটা আজ মেঘ থইথই, একটা শালিখ
মন দিয়ে খুব তাকাচ্ছিল কাচের দিকে
কাচও তেমন, এক-দু ফোঁটা জল ছুঁলো যেই
চিঠির বয়ান বদলে দিল – পরস্ত্রীকে
- 10টি মন্তব্য
3745
কবি মন্মথের "সিদ্ধেশ্বর কেমন আছ বলো তুমি"
অদ্ভুত...মায়াময়...
এমন সিদ্ধেশ্বর প্রত্যেকের থাকা উচিত যার সাথে একান্তে মনের কথা ভাগ করে নেওয়া যায়...
- 1টি মন্তব্য
680
"বিশ্বাস কর ভোরের আলো দেখি না আর" - কবি হার্মান
পুরনো বন্ধুর জন্য মনখারাপ হলে পড়তে হবেই এই কবিতাটা...
বিস্তারিত এখানে »- 1টি মন্তব্য
961
অরন্যের আরো একটা মুগ্ধ করা কবিতা
অরন্যের মুগ্ধ করা কবিতা। পড়ার পরেও যার রেশ থেকে যায় অনেক্ষণ।
বিস্তারিত এখানে »1003
কবি রেঙ্গুন মাহাতো-র 'গানের ওপারে'
কবি রেঙ্গুন মাহাতো-র 'গানের ওপারে'...
বিস্তারিত এখানে »- 6টি মন্তব্য
546
দীপন চক্রবর্তীর- অনুলেখা
চমৎকার এই অণু কবিতাগুলি অনেক ভাল লাগল। আর সেই মুগ্ধতা নিয়ে এখানে-
''জানি তোমার সাধ পূরণের কেউ নেই কোত্থাও
অনন্তে বেঁধে দিয়েছি লক্ষণ-রেখা
নির্ভয়ে খুঁজে নিও সোনার হরিণ''
- 4টি মন্তব্য
591
কবি সমুদ্রের 'অগ্নিযাপন'
বহুদিন মনে থেকে যাবার মতো কবিতা...কবিকে শুভেচ্ছা...
বিস্তারিত এখানে »- 4টি মন্তব্য
573
শাকিলা তুবা - আলোকিতরশ্মি
যে কোনো দিন তুমি বোন আমার, শুনবে
মৃত্যু কেমন করে উজ্জীবিত করেছিল আমাকে
সাদা ফকিরের খাঁচা বিষয়ক গানটির মত
আমি মুছে দিয়েছিলাম প্রিয় ভাইটির কপাল
সিঁথি আর সিঁদুর লেপন
নবিসুকে'র 'পরিচিত'
নবিসুকে'র 'পরিচিত' একটি মুগ্ধপাঠ
বিস্তারিত এখানে »- 3টি মন্তব্য
527
শশীবাবুর লেখালিখি পুনর্বার
পরের শব্দটার ঠিক আগে থানা গেড়ে বসে আছে অবাধ্য অন্ধকার
ওটুকু পেরোত যদি পারি – তার পরে ঘাট, রাস্তা, ঝকঝকে নতুন ঘর, বাড়ি
সব আছে
- 2টি মন্তব্য
497
লেখালিখি - শশীবাবু
তাসের প্যাকেট থেকে হারিয়ে গেছিল এক বাচাল গোলাম
ফিরে পাওয়া গেছে তাকে সকাল সকাল – পাওয়া গেছে আরও কিছু
আরও কিছু তাস, দুরি তিরি, পোড়া দেশলাই, নব্বুই টপকানো মই
- 8টি মন্তব্য
644
সায়কিয়াট্রিস্টের পাশে -উত্তম হালদার
উত্তম হালদার এর কবিতা সায়কিয়াট্রিস্টের পাশে । সায়কিয়াট্রিস্টের পাশে বসে টমেটো কেচাপ দেখে যার মনে এমন কবিতার উপকরণ আর ভাবাবেগ জন্ম লয় তার প্রসংশা না করে পারছিনা। জড় জীবনকে কবিতায় উপস্হাপনা বেশ কঠিন ।প্
বিস্তারিত এখানে »- 2টি মন্তব্য
551
কবি পা এর লেখা "বিশ্বাসের উল্টোদিকে"
একটি ভালোলাগার কবিতা...কবি পা এর "বিশ্বাসের উল্টোদিকে..."
বিস্তারিত এখানে »- 10টি মন্তব্য
702
তুমিও আসতে পারো - কবি স্তেপ
২০১৪র একখানি প্রিয় কবিতা...কবি স্তেপ এর লেখা..পড়ুন ও পড়ান আপনার প্রিয় কাউকেই...
বিস্তারিত এখানে »- 4টি মন্তব্য
864
মাস্টারমশায়দার বয়স হচ্ছে
নিজের মৃত্যু ভেবে রোজ রাতে বিচলিত হই।
এ এমন অনুভূতি, না আঁচালে প্রত্যয়ী নই
অথচ নিয়েছি মেনে পূর্বজ সব লেখালিখি
আমি তো যাবত্-আধার, প্রতিদিন কিছু কিছু শিখি
- 3টি মন্তব্য
855