থেমে যেতে বলেছিলে, একটু দাঁড়িয়ে যাও সঙ্গে নিয়ে যাও। আমার এই বনবিলাসি সাথে করে। আমি দাঁড়িয়ে গেলাম হাসিমুখে নেব বলে দুহাত ভরে। এসেছে অতিথি আমার ঘরে, দুদিন পরে অতি যত্ন করে অন্য পাত্রে ধরে, রেখে দিলাম আঁধার ঘরে। কি জানি কি হল জানিনা তার খবর আর পেলাম না। শঙ্কা হল বুঝি হারিয়ে গেল ভুল ভেবেছিলাম। ডিসেম্বরের অতিথি ফেব্রুয়ারিতে জানান দিল, আছি আছি বেঁচে আছি ফুল ভরে দিল আমার অন্তর ভরে। রহস্য করে স্বহাস্য বদনে বলে উঠলো দেখতো চিনতে পারো কিনা? কি নাম আমি জানিনা নাম বলে দিও। আমি রেখেছি অনামিকা
ASIT KUMAR ROY 8 সপ্তাহ 5 দিন আগে
থেমে যেতে বলেছিলে, একটু দাঁড়িয়ে যাও সঙ্গে নিয়ে যাও। আমার এই বনবিলাসি সাথে করে। আমি দাঁড়িয়ে গেলাম হাসিমুখে নেব বলে দুহাত ভরে। এসেছে অতিথি আমার ঘরে, দুদিন পরে অতি যত্ন করে অন্য পাত্রে ধরে, রেখে দিলাম আঁধার ঘরে। কি জানি কি হল জানিনা তার খবর আর পেলাম না। শঙ্কা হল বুঝি হারিয়ে গেল ভুল ভেবেছিলাম। ডিসেম্বরের অতিথি ফেব্রুয়ারিতে জানান দিল, আছি আছি বেঁচে আছি ফুল ভরে দিল আমার অন্তর ভরে। রহস্য করে স্বহাস্য বদনে বলে উঠলো দেখতো চিনতে পারো কিনা? কি নাম আমি জানিনা নাম বলে দিও। আমি রেখেছি অনামিকা