পৃথিবীতে দ্রিমদ্রিম শব্দ হয় না ধানক্ষেতের মাঝে অপাংক্তেয়র মতো দাঁড়িয়ে থাকা হাইটেনশান স্তম্ভের নিচে।
মনে হয় এই পাখিও সেই মানুষের মতো যে এ.কিউ.আই বোঝে না। শিল্পধূম্রের পাদদেশে বসে ধ্যান করে অক্সিজেনের। টের পায় ধমনীতে তাজা লোহিত কণিকার। এই ভ্রম আমাদের পৃথিবীকে আদরের করে তোলে। একই বেসিন দিয়ে প্রবাহিত হয় শ্লেষ্মা ও উত্সেচকেরা। এই ভ্রম আমাদের অটবীকে প্রাঞ্জল করে তোলে। ঝোপের আড়ালের নড়ে ওঠা শার্দুল ও হরিণ আমাদের ট্রাই-ক্রোমাটিক দৃষ্টিতে শিহরিত হয়ে ওঠে।
মল্লিকা রায় 6 সপ্তাহ 6 দিন আগে
পৃথিবীতে দ্রিমদ্রিম শব্দ হয় না ধানক্ষেতের মাঝে অপাংক্তেয়র মতো দাঁড়িয়ে থাকা হাইটেনশান স্তম্ভের নিচে।
মনে হয় এই পাখিও সেই মানুষের মতো যে এ.কিউ.আই বোঝে না। শিল্পধূম্রের পাদদেশে বসে ধ্যান করে অক্সিজেনের। টের পায় ধমনীতে তাজা লোহিত কণিকার। এই ভ্রম আমাদের পৃথিবীকে আদরের করে তোলে। একই বেসিন দিয়ে প্রবাহিত হয় শ্লেষ্মা ও উত্সেচকেরা। এই ভ্রম আমাদের অটবীকে প্রাঞ্জল করে তোলে। ঝোপের আড়ালের নড়ে ওঠা শার্দুল ও হরিণ আমাদের ট্রাই-ক্রোমাটিক দৃষ্টিতে শিহরিত হয়ে ওঠে।
অনবদ্য লেখনী পড়ে ফেললাম এক নি:শ্বাসে।