‘সে কখনো ভাবেনি বেলোয়ারী আয়নার প্রচ্ছায়া পেরিয়ে শেয়ালের ঘ্রাণের মিতবাক রাতে ফুরিয়ে যাবে জং ধরা গেটের গ্রামাফোনে।’
অদ্ভুত এক আবেগ, অদ্ভুত এক দৃশ্য মনের মধ্যে তৈরি হয় ভরপুর এক নতুন অন্য জগত যেন
মৌমিতা সেন 6 সপ্তাহ 2 দিন আগে
‘সে কখনো ভাবেনি বেলোয়ারী আয়নার প্রচ্ছায়া পেরিয়ে শেয়ালের ঘ্রাণের মিতবাক রাতে ফুরিয়ে যাবে জং ধরা গেটের গ্রামাফোনে।’
অদ্ভুত এক আবেগ, অদ্ভুত এক দৃশ্য মনের মধ্যে তৈরি হয়
ভরপুর এক নতুন অন্য জগত যেন