এ কেমন তোর আসা
এসেছিস যখন থাকনা দুদিন আরাম আয়েস করে
এসেই করিস পালায় পালায়
আমরা কি তোর অবহেলার পাত্র' নাকিরে।
তোর জন্য পৌষ রেখেছি পিঠে পুলিতে
খেজুর রস মা ঠাকুমার নকশা বড়ী দেওয়াতে।
মাঘের শীত শুনেছিলাম বাঘের গায়েতে।
তোর কি হোল বল দিকিনি
একটু পেশী নাচালি ঐ মকরসংক্রান্তিতে।
তারপর যেই কে সেই শুধু যাই যাই।
স্বরসতীর অঞ্জলিতে তোকে কি ছাড়তে চাই।
তুই থাকলেই কতরকম আদর আব্দার চোখাচুখি
হলুদ বনে স্বরসতী দেদার ছড়াছড়ি।
তোকেই ঘিরে শুরু হয় প্রেমের প্রথম পর্ব।
থাকনা শীত বসনা যাসনা শীত চলে
থাকলে তোকে মুড়ে দেবো পশ্মিনা শালে।
কথা দিলাম আর কটা দিন থাক
হোলির রঙ লাগলে গায় তারপরে যাস চলে।
ASIT KUMAR ROY 7 সপ্তাহ 1 দিন আগে
এ কেমন তোর আসা
এসেছিস যখন থাকনা দুদিন আরাম আয়েস করে
এসেই করিস পালায় পালায়
আমরা কি তোর অবহেলার পাত্র' নাকিরে।
তোর জন্য পৌষ রেখেছি পিঠে পুলিতে
খেজুর রস মা ঠাকুমার নকশা বড়ী দেওয়াতে।
মাঘের শীত শুনেছিলাম বাঘের গায়েতে।
তোর কি হোল বল দিকিনি
একটু পেশী নাচালি ঐ মকরসংক্রান্তিতে।
তারপর যেই কে সেই শুধু যাই যাই।
স্বরসতীর অঞ্জলিতে তোকে কি ছাড়তে চাই।
তুই থাকলেই কতরকম আদর আব্দার চোখাচুখি
হলুদ বনে স্বরসতী দেদার ছড়াছড়ি।
তোকেই ঘিরে শুরু হয় প্রেমের প্রথম পর্ব।
থাকনা শীত বসনা যাসনা শীত চলে
থাকলে তোকে মুড়ে দেবো পশ্মিনা শালে।
কথা দিলাম আর কটা দিন থাক
হোলির রঙ লাগলে গায় তারপরে যাস চলে।
হোলি শেষ হলে যাস।