তোমার এই লেখাটার মতো লেখা সাধারণত খুব বেশি লেখা হয়না আজকাল। তবে এমন ধরণের লেখার প্রয়োজন আছে বলতেই হয়। ভালো লাগলো, পড়তে পড়তে একটা অপূর্ব এবং কিছুটা ব্যথিত নাটক দেখছি মনেহল।
অফ টপিকঃ
চিঠি দিবসে Bangladesh Reads ফেসবুক গ্রুপে প্রতিযোগিতায় সাবমিট করা এবং প্রথম পুরষ্কার পাওয়া তোমার "চিঠি" টি পড়লাম। বেশ বলিষ্ঠ লেখা, অবশ্য আমার কাছে কিছুটা ইমোশনাল লাগলো। তবে, আমার মনহল এই চিঠি তুমি মনে মনে যাকে উদ্যেশ্য করে লিখেছো, সে এটার মর্ম বুঝবে না।
তবুও বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের জয় হোক সেটা সে মনে প্রাণে কামনা করে।
আমি তোমাকে ই-মেইলে দেবো, দুই একদিন ধরে বেশ কিছু ঝামেলাতে ব্যস্ত থাকতে হবে।
শাহনূর 6 সপ্তাহ 1 দিন আগে
তোমার এই লেখাটার মতো লেখা সাধারণত খুব বেশি লেখা হয়না আজকাল। তবে এমন ধরণের লেখার প্রয়োজন আছে বলতেই হয়। ভালো লাগলো, পড়তে পড়তে একটা অপূর্ব এবং কিছুটা ব্যথিত নাটক দেখছি মনেহল।
অফ টপিকঃ
চিঠি দিবসে Bangladesh Reads ফেসবুক গ্রুপে প্রতিযোগিতায় সাবমিট করা এবং প্রথম পুরষ্কার পাওয়া তোমার "চিঠি" টি পড়লাম। বেশ বলিষ্ঠ লেখা, অবশ্য আমার কাছে কিছুটা ইমোশনাল লাগলো। তবে, আমার মনহল এই চিঠি তুমি মনে মনে যাকে উদ্যেশ্য করে লিখেছো, সে এটার মর্ম বুঝবে না।
তবুও বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের জয় হোক সেটা সে মনে প্রাণে কামনা করে।
আমি তোমাকে ই-মেইলে দেবো, দুই একদিন ধরে বেশ কিছু ঝামেলাতে ব্যস্ত থাকতে হবে।