হে মহামানব অন্তরে অন্তরে কর তাঁর তর্পণ
যাকে অবহেলা হতে দেখেছি করেছি
কখনো ভাবিনি সে আমার বড় আপন
দেবো দেবো করে দিইনি তারে আকাশ
পাঁকে পাঁকে বেঁধেছি নিয়েছি পাখার বাতাস
তারপর ফেলে দিয়েছি কেড়েছি আবাস।
প্রকৃতিতে নারী পুরুষ উভয় সৃষ্টির কারিগর
তবু একজন পায় আদর একজন বড় অনাদর
কেউ পদানত কেউ পাহাড় শিখর।
আজ এখনি নারীকে বুঝে নিতে দাও সম্মান
যা ওদের প্রাপ্য কোনমতেই করোনা কেউ খণ্ডন
এই পৃথিবী আনন্দময় চন্দ্র সূর্য রাত্রিদিন।
ASIT KUMAR ROY 21 সপ্তাহ 4 দিন আগে
নারীকে দাও সম্মান।
হে মহামানব অন্তরে অন্তরে কর তাঁর তর্পণ
যাকে অবহেলা হতে দেখেছি করেছি
কখনো ভাবিনি সে আমার বড় আপন
দেবো দেবো করে দিইনি তারে আকাশ
পাঁকে পাঁকে বেঁধেছি নিয়েছি পাখার বাতাস
তারপর ফেলে দিয়েছি কেড়েছি আবাস।
প্রকৃতিতে নারী পুরুষ উভয় সৃষ্টির কারিগর
তবু একজন পায় আদর একজন বড় অনাদর
কেউ পদানত কেউ পাহাড় শিখর।
আজ এখনি নারীকে বুঝে নিতে দাও সম্মান
যা ওদের প্রাপ্য কোনমতেই করোনা কেউ খণ্ডন
এই পৃথিবী আনন্দময় চন্দ্র সূর্য রাত্রিদিন।