নতুন মন্তব্য পাঠান

অধোগমন

snbaqui's picture
snbaqui রবি, ২০২৪-০৯-০১ ০৪:১৬


পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ
প্রকৃত স্বাধীনতা
দুঃশাসনের বেড়াজালে আচ্ছন্ন
সুশাসনের বারতা
রন্ধ্রে রন্ধ্রে বিরাজিত অনিয়ম ও
নৈতিকতা বিবর্জিত স্বেচ্ছাচারিতা

প্রাজ্ঞজনের নির্লিপ্ততা
অনুপস্থিত পরমত সহিষ্ণুতা
জিঘাংসা-প্রতিহিংসার উন্মত্ততা
অনাকাঙ্ক্ষিত বিভাজনে
দ্বিধাদ্বন্দ্বে জাতীয়তা
নিরাশার দোলাচলে শ্লথ গতিময়তা
তবু আশাহত না হয়ে স্বপ্ন দেখি
একদিন দূরীভূত হবে সব প্রতিকূলতা।

নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline