অধোগমন
snbaqui রবি, ২০২৪-০৯-০১ ০৪:১৬
পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ
প্রকৃত স্বাধীনতা
দুঃশাসনের বেড়াজালে আচ্ছন্ন
সুশাসনের বারতা
রন্ধ্রে রন্ধ্রে বিরাজিত অনিয়ম ও
নৈতিকতা বিবর্জিত স্বেচ্ছাচারিতা
প্রাজ্ঞজনের নির্লিপ্ততা
অনুপস্থিত পরমত সহিষ্ণুতা
জিঘাংসা-প্রতিহিংসার উন্মত্ততা
অনাকাঙ্ক্ষিত বিভাজনে
দ্বিধাদ্বন্দ্বে জাতীয়তা
নিরাশার দোলাচলে শ্লথ গতিময়তা
তবু আশাহত না হয়ে স্বপ্ন দেখি
একদিন দূরীভূত হবে সব প্রতিকূলতা।
- snbaqui-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 75