নতুন মন্তব্য পাঠান

শাহনূর's picture
"স্মৃতি বিজড়িত ঘটনা সমূহ পরবর্তীতে আলোচনা করার ইচ্ছে পোষণ করি"

শাহনূর 52 সপ্তাহ 22 ঘন্টা আগে

@বাকী ভাই,
লিখেছেন, "স্মৃতি বিজড়িত ঘটনা সমূহ পরবর্তীতে আলোচনা করার ইচ্ছে পোষণ করি।"। আমিতো ভাই উচ্চকিত হলাম আপনার এই বাক্যটা পড়ে। লিখুন, লিখুন, যতো তাড়াতাড়ি পারেন লিখুন, আমি কবে চলে যাই ভাই সেটা জানা নাই। সাধারণত এই মঞ্চে একমাত্র ইন্দ্রনীল ছাড়া অনেকেই তাঁদের নিজস্ব পরিবেশটাকে তেমন করে লেখেন না। অথচ মনে মনে আমার জানতে ইচ্ছা হয় খুব। আপনি আপনার ঘটনা গুলো লিখুন, অন্ততঃ একজন পাঠক পাবেন কথা দিলাম।

তখনকার দিনে মুন্সিগ্নজ লঞ্চ ঘাট থেকে দিঘিরপার যেতে দশ মাইল পথে কোনো রাস্তা ঘাট ছিলো না। নৌকা করে যেতাম মা'য়ের সাথে ! জোয়ার ভাটার ঝামেলায় মাঝে মাঝে নৌকা বন্ধ হয়ে যেতো বিভিন্ন ঘাটে। সেখানে গ্রামীণ মেয়েদের নাচ গান শুনেছি এবং দেখেছি। সেই সব চিত্র গুলো এখনো মাঝে মাঝে আমাকে জাগিয়ে দেয়। যেমন ধরুন এই গানটা, (সম্পূর্ণটা আমার শ্যাওলা ভরা স্মৃতি থেকে)

"সাপের মাথার মণি লইয়া মোরা
করি যে কারবার।

এক ঘাটেতে রান্ধি-বাড়ি মোরা
আরেক ঘাটে খাই,
মোদের ঘরো বাড়ি নাই;
সব দুনিয়া বাড়ি মোদের
সকল মানুষ ভাই;
মোরা, সেই ভায়েরে তালাশ করি আইজ
ফিরি দ্বারে দ্বার,
বাবু সেলাম বারে বার।

ও বাবু সেলাম বারে বার,
আমার নাম গো গয়া বাইদ্যা বাবু,
বাড়ি পদ্মার পার।"

আপনার লেখাটা বা লেখাগুলো এমন কিছু হতে হবে সেটা আমি অবশ্যই প্রতাশা করিনা। আপনি আপনার ঘটনার কথা গদ্য পদ্য মিশিয়ে যেমন করে পারেন তেমন করেই লিখুন প্লিজ! আপনার স্কুলের কথা, ছাত্র ছাত্রীদের কথা লিখতেও ভুলবেন না । যে কোনো একজন মানুষের (বিশেষ করে একজন কবির এবং মানুষ গড়ার কারিগরের) অন্তরে অনেক অভিজ্ঞতা তাজমহল হয়ে লুকিয়ে থাকে, সেগুলো আপনি উদ্ভাসিত করুন। দেখবেন আপনি শান্তি পাবেন। যদি মঞ্চে লিখতে কোনরকম অসুবিধা হয়, তাহলে আমাকে ই-মেইল করতে পারেন। আমার ইমেইল প্রথম পার্ট mahmed55. ২য় পার্ট, @জিমেইল, লাস্ট পার্ট ডট কম! Smile

আল্লাহ্‌ হাফেজ ...

নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline