আমার দুইটি আমি আছে !
আমার দুইটি আমি আছে - জানিস কি তা !
কি যে বলিস - যখন তখন বকিস যা তা !
সত্যি বলছি, দেখতে যে পাই দুই ব্যাটাকে ,
একটি পাগল, একটি তাকে সামলে রাখে !
একটি গুলোয় হিসেবে টিসেব, ছন্নছাড়া
আর একটি সে গুনে গাঁথে - ক্রান্তি কড়া !
একটি যখন হাসে কাঁদে খেলে বেড়ায়
অন্য জনটি নিয়ম নীতির নামতা পড়ায় !
প্রথমজনটি খুব ফাঁকিবাজ সবটাতে লাস্ট
অন্যজনটি খুব সিরিয়াস সর্বদা ফার্স্ট !
প্রথম জনের নিজের বলে কিচ্ছুটি নেই
অন্য জনের সবটুকু চাই, সব সে নেবেই
প্রথম জন সে ন্যাংটা ফকির কাঙাল রাজা
দ্বিতীয় যে তার রোশনচৌকি, বাদ্যি বাজা !
প্রথম জনের প্রবল ক্ষুধা খায় পেড়ে পাত
যেথায় সেথায়, কাঙাল অতি পাতেন দু হাত !
দ্বিতীয়টি সে প্রবল প্রতাপ বেজায় ধনী
বসেন নাকো কারোর ঘরে সে সম্মানী!
প্রথমটি সে ইয়ার বক্সী হলায় গলায় -
অন্যজনের খুব ভারী মুখ, হাসি পালায়
বলছি আমি - দিব্যি গেলে - শুনিস কি তা ?
একটি লেখে হিসেব, অন্যটি কবিতা !
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 526