কবিতাটা ভালোলাগলো; অবশ্য আমি রাজর্ষি র সাথে সহমত, এতে বসত করে কয়জনা অদৃশ্য সব কোঠায়। এই কবিতাটার বাইরে গিয়ে আমি অন্য একটা কিছু বলতে চাই। যেটাকে ঘিরে এটা বলতে চাই সেটা এখন বেশ দূরে নেমে গেছে, হয়তো আপনি সেখানে আর যাবেন না এই ভেবে আমি আমার কিছু কথা এই কবিতাটার মন্তব্যের ঘরে লিখছি। আমি জানি আপনি উৎসটা বুঝে নেবেন।
----------------------------------------
He dropped his eyes into the water, picked up his brushes and began to paint the sky with a color which was bluer than any sapphire you ever saw .....
পড়েছি, অলরেডি দু তিনবার পড়া হয়ে গেছে।
এই পৃথিবীতে সার্ডের ধূলো বালি মেখে হয়তো অনেক জন আছেন, যাঁদের আমরা চিনিনা। আবার এমন অনেক জন আছেন যাদের সৌরজগৎটা অনেক ক্ষুদ্র, যারা কিনা অন্য বাদ্য শোনেন, যারা কারো পায়ের পাতায় "মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া--"। একবার ঈশ্বরী দেখেন, ফের পরের মুহূর্তে তাকে স্বৈরিণী প্রভা ছড়াতে দেখেন, ওনারা অন্ধ হয়ে যান চিরদিনের জন্য। ওনাদের ইচ্ছা হয়, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে উলঙ্গ হয়ে চীৎকার করতে, "আনাল হক, আনাল হক ... আমিই সত্য দেখেছি, তাই আমি নিজেই পরম সত্য এবং পরম সত্তা ... এই সত্যটা তোমারাও মেনে নাও... এর আরেকটা নাম শাশ্বত প্রেম কিনা জানিনা, তবে এটা মেনে নিলে তোমাদের পৃথিবীটা বদলে যাবে, তোমাদের আর পড়তে হবেনা
"Dead mountain mouth of carious teeth that cannot spit,
Here one can neither stand nor lie nor sit,
There is not even silence in the mountains,
But dry sterile thunder without rain ..."
বুঝতেই পারছেন আমি আজ সকালে "Trial Balance" বইটা পেয়েছি, ৫০৬ পাতার বই, second hand বইটা, ওদের হয়তো নতুন প্রিন্ট ছিলোনা, তাতে কিই বা আসে যায়? আমার শেলফে যাকিছু বই আছে, অর্থাৎ অর্ধ শতক বছর আগে যেকটা'কে বিসর্জন দেয়া হয়নি, মায়ের উপহার দেয়া বই বলে, যেটাতে আমার মায়ের হাতের লেখায় দু এক লাইন আশীর্বাদ আছে, সে কটা সবই ৫০ ৬০ বছর পুরোনো, পাতা খোলা, মলিন ধূসর মলাট, যেমন ধরুন ওদের একটার নাম "অপরাজিত", অন্য একটা বিমল করের 'খড়কুটো' ...!
অনেক অনেক দিন পরে একটা গল্প পড়লাম। আপনি জানেন সেটার নাম। আমার কাছে এটা একটা কবিতা। মুগ্ধ হলাম, ব্যথিত হলাম, কম্পিত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ! এই বইটার অন্য গল্পগুলো পড়বো কিনা জানিনা, কেননা বেশিক্ষন কিছু একটা পড়লে আমার চোখে যন্ত্রণা হয়। ভালো কথা, আমি আজকাল কলমে তেমনটা লিখতে পারিনা, তাই তুলি আর জল রঙের কথা এসেছিলো, নিজের কথা রূপকথাকে চিত্রিত করার কথা এসেছিলো। আমি সত্যি অবাক হয়ে যাই আপনি সেটাকে কেমন করে মুহূর্তের ভেতরে সানসেটের সাথে মিলিয়ে নিলেন!!!!!
সালাম সালাম প্রণাম প্রণাম। গ্রহণ করা না করাটা আপনার কোর্টে ছুঁড়ে দিলাম, যা ইচ্ছা করুন, আমার কোনোটাতেই কোনো আপত্তি নাই ...
পারিজাত রায় 1 বছর 12 সপ্তাহ আগে
কবিতাটা ভালোলাগলো; অবশ্য আমি রাজর্ষি র সাথে সহমত, এতে বসত করে কয়জনা অদৃশ্য সব কোঠায়। এই কবিতাটার বাইরে গিয়ে আমি অন্য একটা কিছু বলতে চাই। যেটাকে ঘিরে এটা বলতে চাই সেটা এখন বেশ দূরে নেমে গেছে, হয়তো আপনি সেখানে আর যাবেন না এই ভেবে আমি আমার কিছু কথা এই কবিতাটার মন্তব্যের ঘরে লিখছি। আমি জানি আপনি উৎসটা বুঝে নেবেন।
----------------------------------------
He dropped his eyes into the water, picked up his brushes and began to paint the sky with a color which was bluer than any sapphire you ever saw .....
পড়েছি, অলরেডি দু তিনবার পড়া হয়ে গেছে।
এই পৃথিবীতে সার্ডের ধূলো বালি মেখে হয়তো অনেক জন আছেন, যাঁদের আমরা চিনিনা। আবার এমন অনেক জন আছেন যাদের সৌরজগৎটা অনেক ক্ষুদ্র, যারা কিনা অন্য বাদ্য শোনেন, যারা কারো পায়ের পাতায় "মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া--"। একবার ঈশ্বরী দেখেন, ফের পরের মুহূর্তে তাকে স্বৈরিণী প্রভা ছড়াতে দেখেন, ওনারা অন্ধ হয়ে যান চিরদিনের জন্য। ওনাদের ইচ্ছা হয়, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে উলঙ্গ হয়ে চীৎকার করতে, "আনাল হক, আনাল হক ... আমিই সত্য দেখেছি, তাই আমি নিজেই পরম সত্য এবং পরম সত্তা ... এই সত্যটা তোমারাও মেনে নাও... এর আরেকটা নাম শাশ্বত প্রেম কিনা জানিনা, তবে এটা মেনে নিলে তোমাদের পৃথিবীটা বদলে যাবে, তোমাদের আর পড়তে হবেনা
"Dead mountain mouth of carious teeth that cannot spit,
Here one can neither stand nor lie nor sit,
There is not even silence in the mountains,
But dry sterile thunder without rain ..."
বুঝতেই পারছেন আমি আজ সকালে "Trial Balance" বইটা পেয়েছি, ৫০৬ পাতার বই, second hand বইটা, ওদের হয়তো নতুন প্রিন্ট ছিলোনা, তাতে কিই বা আসে যায়? আমার শেলফে যাকিছু বই আছে, অর্থাৎ অর্ধ শতক বছর আগে যেকটা'কে বিসর্জন দেয়া হয়নি, মায়ের উপহার দেয়া বই বলে, যেটাতে আমার মায়ের হাতের লেখায় দু এক লাইন আশীর্বাদ আছে, সে কটা সবই ৫০ ৬০ বছর পুরোনো, পাতা খোলা, মলিন ধূসর মলাট, যেমন ধরুন ওদের একটার নাম "অপরাজিত", অন্য একটা বিমল করের 'খড়কুটো' ...!
অনেক অনেক দিন পরে একটা গল্প পড়লাম। আপনি জানেন সেটার নাম। আমার কাছে এটা একটা কবিতা। মুগ্ধ হলাম, ব্যথিত হলাম, কম্পিত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ! এই বইটার অন্য গল্পগুলো পড়বো কিনা জানিনা, কেননা বেশিক্ষন কিছু একটা পড়লে আমার চোখে যন্ত্রণা হয়। ভালো কথা, আমি আজকাল কলমে তেমনটা লিখতে পারিনা, তাই তুলি আর জল রঙের কথা এসেছিলো, নিজের কথা রূপকথাকে চিত্রিত করার কথা এসেছিলো। আমি সত্যি অবাক হয়ে যাই আপনি সেটাকে কেমন করে মুহূর্তের ভেতরে সানসেটের সাথে মিলিয়ে নিলেন!!!!!
সালাম সালাম প্রণাম প্রণাম। গ্রহণ করা না করাটা আপনার কোর্টে ছুঁড়ে দিলাম, যা ইচ্ছা করুন, আমার কোনোটাতেই কোনো আপত্তি নাই ...