"মনে পড়ে তবু তবু উড়ন্তবলাকা কবিতার দিন, যেমন ভবিতব্য হয় সব বইমেলাশেষে কবিতাপুস্তিকার, মলাটের ভিতরে পড়ে থাকে উচাটন স্তোত্র যত, অথচ মানুষ তো আজ চাকরি আর সোশালের ক্রীতদাস" - বাস্তবতার এই কথাগুলো কি নিদারুণ সারল্যে অকপটভাবে বলে গেলেন; অতি চমৎকার!
ভালবাসা ভালবাসি....
খায়রুল আহসান 51 সপ্তাহ 4 দিন আগে
"মনে পড়ে তবু
তবু উড়ন্তবলাকা কবিতার দিন, যেমন ভবিতব্য হয় সব
বইমেলাশেষে কবিতাপুস্তিকার, মলাটের ভিতরে পড়ে থাকে
উচাটন স্তোত্র যত, অথচ মানুষ তো আজ চাকরি আর
সোশালের ক্রীতদাস" - বাস্তবতার এই কথাগুলো কি নিদারুণ সারল্যে অকপটভাবে বলে গেলেন; অতি চমৎকার!
ভালবাসা ভালবাসি....