মাঝে মাঝে ভেজে বৈকি! সেটা হয়বা বৃদ্ধা কিংবা তরুণী যাহাই হউক না কেন? আর হ্যাঁ, ভার্যা হোক বা অন্যকিছু হোক, তাহাতে কিছুই যায় আসেনা, ধুরন্ধর হইলে কাজে লাগিয়া যায়, আমিতো মহাপ্রেমিক কৃষ্ণের কাছ থাকিয়া দীক্ষা লইয়াছি। দেখুন না কবিবর, আপনার কবিতা পড়িয়া আমি এমন মোহিত হইয়াছি যে হাবিজাবি বকিয়া যাইতেছি, থামিতে পারিতেছি না! "অভিসারেে উঠলে কাশি
অচল অক্ষম শ্যামের বাঁশি।" ব্বাঃ ব্বাঃ কেয়াবাৎ কেয়াবাৎ!
শাহনূর 3 বছর 1 সপ্তাহ আগে
শুধু কথায় কি আর চিড়ে ভেজে?
মাঝে মাঝে ভেজে বৈকি! সেটা হয়বা বৃদ্ধা কিংবা তরুণী যাহাই হউক না কেন? আর হ্যাঁ, ভার্যা হোক বা অন্যকিছু হোক, তাহাতে কিছুই যায় আসেনা, ধুরন্ধর হইলে কাজে লাগিয়া যায়, আমিতো মহাপ্রেমিক কৃষ্ণের কাছ থাকিয়া দীক্ষা লইয়াছি। দেখুন না কবিবর, আপনার কবিতা পড়িয়া আমি এমন মোহিত হইয়াছি যে হাবিজাবি বকিয়া যাইতেছি, থামিতে পারিতেছি না! "অভিসারেে উঠলে কাশি
অচল অক্ষম শ্যামের বাঁশি।" ব্বাঃ ব্বাঃ কেয়াবাৎ কেয়াবাৎ!