• প্রকাশিত মতামত ও মন্তব্য রচয়িতাদের, সাইটের নয়
  • কপি রেখে কোনো কিছু পাঠানো অবশ্য বাঞ্ছনীয়, লেখা সঞ্চিত থাকবার কোনো নিশ্চয়তা নেই
  • অভিযোগ জানাতে অ্যাবিউস রিপোর্ট লিংক বা যোগাযোগ ব্যবহার্য, প্রতিকার তাত্ক্ষণিক নাও হতে পারে
  • এই সাইটের বিভিন্ন বিভাগে বা সংশ্লিষ্ট সাইটে একই রচনা বা উদ্ধৃতি পুনঃব্যবহৃত হতে পারে
  • মূল রচনার সত্ত্ব সবসময়ই রচনাকারের
  • যে কোনো অ্যাবিউস নোটিফিকেশন ছাড়াই রচনাকারসহ অপসারণযোগ্য হতে পারে
  • বিস্তারিত শর্তাবলী ও নির্দেশিকায় সম্মত থাকলে তবেই অংশগ্রহণ করা বা রচনা পাঠানো যেতে পারে

অংশগ্রহণ করার আগে

ফোরাম বা কমিউনিটি আবহে যদি কোনো অস্বস্তি বা আপত্তি না থাকে সরাসরি আপনার বাংলা কবিতা পাঠানো শুরু করুন বা কবিতা সংক্রান্ত সংক্ষিপ্ত রিপোর্ট পাঠান, সাইট ব্যবহারের আগে ব্যবহারবিধি, নির্দেশিকা ও সাইট লেআউট অবশ্যই পড়ে বা দেখে নেওয়া উচিত ও সম্মত থাকা বাঞ্ছনীয়, এছাড়াও লক্ষণীয় যে একবার পোস্ট করা রচনা সাধারণভাবে আর বাতিল করা যাবেনা - এই সংক্রান্ত ও ফোরাম আবহ সংক্রান্ত আরো বিস্তারিত দেখে নিন প্রশ্নোত্তর পাতায়, অংশগ্রহণ করার আগেই

একদিনে একাধিক কবিতা পাঠাতে চাইলে, মুক্তমঞ্চের ক্ষেত্রে, একটি নতুন পোস্ট ব্যবহার করুন অথবা ন্যূনতম চারটি কি পাঁচটি পোস্টের ব্যবধানে দ্বিতীয় পোস্টটি রাখুন - প্রয়োজনে একাধিক ও সাইমালটেনিয়াস মাল্টিপেল পোস্ট মার্জ করা দেওয়া হবে, এবং এই ধরণের পোস্টে করা মন্তব্যসমূহ অ্যাবিউস না হয়েও পোস্টের সাথে অপসৃত হতে পারে, অংশগ্রহণকালে এইসকল ব্যবস্থায় সম্মত থাকা প্রয়োজন

কবিতা সংক্রান্ত লিংকএর জন্য ইশিরোনাম ব্যবহার করুন, মুক্তমঞ্চ স্বরচিত বাংলা কবিতা পোস্ট করার জন্য ব্যবহার্য, মুক্তমঞ্চে শুধুমাত্র লিংক বা বিগপ্তিসূচক পোস্ট পোস্টদাতার যেকোন কবিতার সাথে স্বয়ংক্রিয়ভাবে বা ফিডব্যাকভিত্তিক মার্জ করা হতে পারে, অংশগ্রহণ অর্থ এই ব্যবস্থায় সম্মত থাকা

যেসব রচনার ক্ষেত্রে ব্যক্তিগত সেটিং লভ্য একান্ত প্রয়োজন হলে একমাত্র শুরু থেকেই ব্যক্তিগত সেটিং-এ রাখা ও পরে সুবিধামতো এই সেটিং তুলে নেওয়া যেতে পারে, একাধিক মন্তব্য জমা পড়ে গেলে কোন রচনাকে ব্যক্তিগত সেটিং-এ নিয়ে যাওয়া বাঞ্ছনীয় নয়, ও সে ক্ষেত্রে ঐ সেটিংকে অতিক্রম করে লেখাটি বা লেখাগুলিতে আবার সবার অ্যাকসেস করে দেওয়া হতে পারে অথবা একবার সবার জন্য প্রকাশিত লেখার ক্ষেত্রে ব্যক্তিগত সেটিং-এ আবার নিয়ে যাওয়া সম্ভবপর নয়

কবিতা ও এর বিবিধ বিভাগ স্বরচিত বাংলা কবিতা প্রকাশ ও প্রসারের মাধ্যম, মুদ্রিত ও বিতরিত লেখা যেরকম অবাতিলযোগ্য সেরকম একবার রচনা পোস্ট করলে বা সদস্য হলে, কমিউনিটিভিত্তিক সাইট হবার ফলে রচনা অন্যদের মন্তব্য বা ফেভারিট তালিকা সংযুক্ত হতে পারে বা ইমেলে লিঙ্কে প্রেরিত হতে পারে যার ফলে সদস্যপদ বা সবার জন্য একবার প্রকাশিত রচনা পরবর্তীতে অবাতিলযোগ্য ও মুছে ফেলা রচনা সাইট দ্বারা রিভার্টিবল্ হতে পারে - এই ব্যবস্থায় সম্মত থাকলে সদস্যপদ গ্রহণীয়, সদস্যপদ ছাড়াও অংশগ্রহণ সম্ভব, জরুরী উল্লেখ্য যে রচনা বা সদস্যপদ প্রত্যাহৃত করার কোন অনুরোধ, মেল, বা যোগাযোগবার্তা সাইট গঠনের প্রেক্ষিতে অগ্রাহ্য করা হবে, এ ব্যাপারে আরো বিস্তারিত নীচে বা প্রশ্নোত্তর পাতায়

সদস্যপদ ও ব্যক্তিগত তথ্যাদি সম্পর্কে

সদস্যনাম সর্বনিম্ন ৩ থেকে ৪, সর্বাধিক ১৫ অক্ষরের, বাস্তব জগতেও ব্যবহার করা হয় এমন নাম
সদস্যনাম অযথা সংক্ষিপ্ত বা অন্য কোনভাবে অগ্রহণীয় হলে পরিবর্তনযোগ্য যেমন মেলের প্রথম নাম ইত্যাদি
নামের মধ্যে ব্রাকেট বা অযথা যতিচিহ্ন বাতিলযোগ্য
সঠিক ও সক্রিয় ইমেল, যা সবসময়ই ব্যক্তিগত রাখা হয়
নাম নথিভুক্ত বা সদস্যপদ হবার পর দপ্তর বা অ্যাকাউন্ট পাতায় গিয়ে নিজস্ব বা গৃহীত আইকন বা ছবি যোগ করে নিতে হবে - ছবির অনুপস্থিতিতে সাইটকৃত ছবিসংযুক্তি ঘটে থাকে

নথিভুক্ত নাম স্পেসযুক্ত হলে বা অ্যাবিউসমূলক হলে বা কোনো অনিবার্য কারণে সরাসরি বাতিলযোগ্য, একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট সাধারণভাবে গ্রহণীয় নয় এবং নিজেরই একাধিক ইমেল আইডি ব্যবহার করে বিবিধ বিভ্রান্তিসূচক পোস্ট বা অ্যাবিউস সরাসরি পোস্ট বা ব্যবহারকারীকে বাতিল করতে পারে

নথিভুক্ত ইমেল সাইটে প্রদর্শিত হয়না - লক্ষণীয় যে প্রিয়জনদের পাতা পাঠালে প্রাপকের কাছে প্রেরকের ইমেলটি দৃশ্যমান থাকবে, এ ব্যতীত ঠিকানা, কোনো নম্বর বা ইমেল সরাসরি বা অন্য কোনোভাবে ব্যবহার অবাঞ্ছনীয় ও বাতিলযোগ্য

সদস্যপদগ্রহণ মানে সাইট ব্যবহারবিধি ও নির্দেশাবলীতে সম্মত থাকা এবং এগুলিতে কোনো পরিবর্তন হলে সে সম্পর্কে ওয়াকিবহাল ও সম্মত থাকা

একবার সদস্য হলে বা রচনা পোস্ট করলে, কমিউনিটিভিত্তিক সাইট হবার ফলে রচনা অন্যদের মন্তব্য বা ফেভারিট তালিকা সংযুক্ত হতে পারে বা ইমেলে লিঙ্কে প্রেরিত হতে পারে যার ফলে সদস্যপদ বা সবার জন্য একবার প্রকাশিত রচনা পরবর্তীতে সাধারণভাবে অবাতিলযোগ্য এবং রচনা প্রত্যাহৃত করার অনুরোধ সাইট গঠনের প্রেক্ষিতে অগ্রাহ্য করা হবে, রচনা বাতিল করার সম্ভাবনা থাকলে সেটিকে শুরু থেকেই ‘ব্যক্তিগত’ সেটিঙে রাখা বাঞ্ছনীয়

মুক্তমঞ্চে যে কেউ যে কোনো নামে বাংলা কবিতা পোস্ট করতে পারেন, তবে সদস্যদ্বারাগৃহীত সমবানান বা সমোচ্চারেণের নাম ব্যবহার না করাই বাঞ্ছনীয় - যদি এরকম নামের দুটি পরপর পোস্ট বা কাছাকাছি পোস্টের একটি লগ-ইন করা সদস্য ও অপরটি লগ-ইন না করা ব্যক্তির হয় পাঠকের সুবিধার্থে ইমেলনামের প্রথমাংশ অনুযায়ী পরবর্তীর ব্যক্তির নাম পরিবর্তিত করা হতে পারে বা পোস্টগুলি স্পেসিং করে দেওয়া হতে পারে, লগ-ইন করা সদস্যকে অগ্রাধিকার দিয়ে

যদি ইতিমধ্যেই নথিভুক্ত সদস্য কেউ হয়ে থাকেন লগ-ইন করে পোস্ট করা বাঞ্ছনীয়, যদি সদস্য হয়ে থাকেন অথচ একান্তই লগ-ইন না করে লেখা প্রয়োজন হয়, নতুন পোস্টের ক্ষেত্রে সদস্যনাম ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে - পরিবর্তিত নামে বা ছদ্মনামে লিখতে চাইলে লগ-ইন করে নাম বদল করে নেওয়া যাবে ও যতবার ইচ্ছা বদল করা যাবে, এ ব্যাপারে প্রশ্নোত্তর বা নির্দেশিকায় আরো তথ্যাদি দ্রষ্টব্য

ব্যবহারকারীদের বিশেষ সতর্কীকরণ : ব্যবহৃত ছবি বা তথ্য যার নামে তার নাও হতে পারে ও তথ্যাদি সঠিক কিনা তা সাইটকর্তৃক যাচাই করা নয়, তথ্যাদি দেখা বা ব্যবহার ইন্টারনেটের এই অ্যাবিউস সম্ভাবনার কথা স্মরণে রেখে করা বাঞ্ছনীয়, এছাড়াও সাইট ব্যবহারের আগে ‘কার নাম কোনটা কিভাবে বুঝব’ শীর্ষক প্রশ্নোত্তরটি প্রশ্নোত্তর পাতায় দেখে ও বুঝে নেওয়া দরকার

সাইট ব্যবহারবিধি

কোনো ঠিকানা, নম্বর বা ইমেল সরাসরি বা অন্য কোনোভাবে প্রদর্শন অপসারণযোগ্য ও অ্যাকাউন্টটিকে বাতিলযোগ্য করতে পারে, ব্ল্যাঙ্ক বা ইমপ্রপার পোস্টার নামের ক্ষেত্রে নামটি ইমেলের প্রথম নামে ডিফল্ট হতে পারে

যে কোনো অ্যাবিউস, স্প্যাম, ট্রোল, ফ্লেম, নকল, ব্যক্তিগত আক্রমণ, দলীয় রাজনীতি,
দেশ-স্থান-পাত্র বৈষম্যভিত্তিক রচনা নোটিফিকেশন ছাড়াই রচনাকারসহ অপসারণযোগ্য

পোর্টালভিত্তিক হবার ফলে অনেক কনটেন্টস্ সরাসরি প্রকাশিত যা ব্যক্তিবিশেষের
কাছে আঘাতস্বরূপ বা অরুচিকর লাগতে পারে - এসবক্ষেত্রে কবিতা বা মন্তব্যের নীচে অ্যাবিউস রিপোর্ট লিংকের মাধ্যমে বা সেটি না থাকলে সাইটের যোগাযোগ পাতার মাধ্যমে তা জানানো যেতে পারে, অপসারণ হওয়া বা না হওয়া অন্যান্য ফিডব্যাক ও নেটস্ট্যান্ডার্ড অনুসারী ও সময়সাপেক্ষ এবং এইদিকগুলি অগ্রহণযোগ্য হলে সদস্যপদ বা অংশগ্রহণ থেকে বিরত থাকা যেতে পারে

বিভিন্ন বিভাগের প্রথম পাতাগুলিতে প্রদর্শিত লেখাগুলি স্বয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত
যার সঙ্গে সরাসরি সাহিত্যিক গুণমানের সম্পর্ক নাও থাকতে পারে ও এখানে কখনোই কোনো
ব্যক্তিবিশেষকে প্রোমোট করা হয়না, এই নিয়ে কোনো বিভ্রান্তিকর প্রচার অবাঞ্ছনীয় এবং
সাইটপদ্ধতিতে অনাস্থা থাকলে অংশগ্রহণ থেকে অব্যাহতি নেওয়া যেতে পারে

একদিনে একাধিক কবিতা পাঠাতে চাইলে, মুক্তমঞ্চের ক্ষেত্রে, একটি নতুন পোস্ট ব্যবহার করুন অথবা ন্যূনতম চারটি কি পাঁচটি পোস্টের ব্যবধানে দ্বিতীয় পোস্টটি রাখুন - প্রয়োজনে একাধিক ও সাইমালটেনিয়াস পোস্ট মার্জ করা দেওয়া হবে, উল্লেখ্য যে একাধিক সাইমেলটেলিয়াস নতুন থ্রেড পোস্টিংকে সিস্টেম স্প্যাম হিসাবে গণ্য করতে পারে

সাইটের প্রতি কোন প্রশ্ন, প্রস্তাবনা, অভিযোগ, অ্যাবিউস রিপোর্ট, টেকনিকাল বা অন্য কোন ত্রুটি সম্পর্কে বলতে বা কোন প্রকারের কোন বক্তব্য থাকলে কোনো নতুন পোস্ট বা কোনো মন্তব্য ব্যবহার করা সম্পূর্ণ অবাঞ্ছনীয়, এগুলির জন্য যোগাযোগ বিভাগ ব্যবহার্য

সাইট ব্যবহার অর্থ এই ব্যবহারবিধি, নির্দেশিকা ও প্রশ্নোত্তরে পরিবেশিত তথ্যাদিতে সম্মত থাকা ও এগুলিতে সময়ে সময়ে কোনো আপডেট হলে সেগুলি সম্পর্কে ওয়াকিবহাল থাকা

সাইট ব্যবহারের আগে বিশেষ ও জরুরী দ্রষ্টব্য যে এটি একটি প্রি-রিলিস বিটা ওয়েব ও
এখানের বিবিধ ফিচারগুলি পরীক্ষামূলক ও কিছু ফিচার অপসারিত করা হতে পারে বা সম্পূর্ণ সাইট সরিয়ে নেওয়া হতে পারে বা অন্য ফরম্যাটে পুনঃপ্রকাশিত হতে পারে

অ্যাবিউস সংক্রান্ত জ্ঞাতব্য ও জিরো-টলারেন্স নীতি

যে কোনো পোস্ট যা গ্রস্ নেট অ্যাবিউসের পর্যায়ে পড়ে তা সরাসরি ও নোটিফিকেশন ছাড়াই বাতিলযোগ্য, মুক্তমঞ্চের ক্ষেত্রে কোনো মন্তব্য যদি অ্যাবিউসমূলক হয় ও নির্দিষ্ট সংখ্যক একাধিক ব্যক্তি অ্যাবিউস রিপোর্ট লিংক ব্যবহার করে তা জানিয়ে থাকেন মন্তব্যটি স্বয়ংক্রিয়ভাবে অপসারিত হয়ে যাবে, উল্লেখ্য যে অ্যাবিউস সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে প্রতিকার তাত্ক্ষণিক নাও হতে পারে অথবা উপয়ুক্ত সংখ্যক রিপোর্ট না পেলে কার্যকর নাও হতে পারে ও উপরে বলা সংখ্যাটি রিপ্রেজেন্টেটিভ, ভিজিটর লোড অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে

কোনো রচনার থ্রেডে যদি ক্রমাগত ফ্লেম, ট্রোল, একই আর্গুমেন্টের পুনরাবৃত্তি, অনুরূপ কিছু বা অ্যাবিউস ঘটতে থাকে রচনা থ্রেডটি কোনো নোটিফিকেশন ছাড়াই ও সেই স্থানে নোটিশ ছাড়াই ক্লোসড হয়ে যেতে পারে, অর্থাত্ সেখানে আর মন্তব্য করা যাবেনা – মন্তব্য করার জন্য নতুন থ্রেড খোলা বা ঐ থ্রেডের প্রসঙ্গ অন্য থ্রেডে নিয়ে যাওয়া অবাঞ্ছনীয় ও এরকম প্রয়াস সরাসরি বাতিল হতে পারে, যদি মনে হয় ভ্যালিড বক্তব্য আছে ও তা বলতেই হবে আলোচনা চালানোর জন্য পরস্পরের ইমেল ব্যবহার বা ডব্লুটোলা ব্যবহার করা যেতে পারে বা একান্ত প্রয়োজনে ঐ থ্রেডে মন্তব্য সংযুক্তির জন্য যোগাযোগের মাধ্যমে জানানো যেতে পারে, এই ব্যবস্থাটি ব্যবহারকারীদের ফিডব্যাকপ্রসূত ও এতে সম্মতি না থাকলে মঞ্চ বা এরকম ইন্টারঅ্যাক্টিভ কোনো বিভাগ ব্যবহার থেকে বিরত থাকা যেতে পারে

উদ্দেশ্যপ্রণোদিত স্প্যাম বা অ্যাবিউস বা বিশেষ কোনো অ্যাবিউসের জন্যই সৃষ্ট করা অ্যাকাউন্ট সরাসরি অ্যাকাউন্ট বা পোস্ট বা উভয়ই অপসৃত করতে পারে, একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট সাধারণভাবে গ্রহণীয় নয় এবং নিজেরই একাধিক নাম বা ইমেল আইডি ব্যবহার করে বিবিধ বিভ্রান্তিসূচক পোস্ট বা অ্যাবিউস সরাসরি পোস্ট বা ব্যবহারকারীকে বা দুইকেই বাতিল করতে পারে

মুক্তমঞ্চে আপনার বাংলা কবিতা প্রকাশ করুন অনধিক দুটি নতুন পোস্ট প্রতিদিন, একটি পোস্টে একাধিক কবিতা থাকতে পারে এবং আপনার ও অন্যান্যদের প্রতিটি কবিতায় আপনার অসংখ্য মন্তব্য স্বাগত, লক্ষণীয় যে ‘মুক্ত’তা অন্য কারোর ‘মুক্ত’তাকে হরণ করে নয় - কবিতা নিয়ে আপনার আলোচনা ও গঠনমূলক সমালোচনা আকাঙ্খিত

সমবায়ে মূল রচনাগুলিতে কোনো কিছু আপত্তিকর পেলে আপনি সরাসরি তা সম্পাদনা করতে পারেন

রচনাসত্ত্ব বা কপিরাইট ও রচনাসংক্রান্ত জ্ঞাতব্য তথ্য

এখানে প্রকাশিত মতামত ও মন্তব্য রচয়িতাদের, সাইটের নয়
রচনাসত্ত্ব বা কপিরাইট রচয়িতাদের, রচনাগুলি অন্যত্র প্রকাশ একমাত্র রচয়িতার অনুমতিক্রমে
এখানে রচনাগুলি স্বেচ্ছায় প্রেরিত, এর জন্য কোন আর্থিক ব্যবস্থা নেই
রচয়িতারা চাইলে নিজস্ব রচনা কপিলেফট বা কোন ক্রিয়েটিভ কমনস বা অন্য লাইসেন্সে রচনা প্রকাশ করতে স্বাগত যা সেই রচনায় উল্লেখ করে দিতে হবে
প্রেরিত বা প্রকাশিত লেখা সাইট থেকে সরিয়ে নেবার অনুরোধ রক্ষা করা সম্ভব নয়
প্রকাশিত রচনার রচনাংশগুলি আর.এস.এস ফিড হিসাবে বিবিধ ফিডরিডার ও সাইটে সাধারণভাবে লভ্য হতে পারে, রচনা ব্যক্তিগত বা বন্ধুমহলে সীমিত রাখতে মিতালি ব্যবহার্য যেখানে রচনাকে শুধুমাত্র নিজের বা বন্ধুদের দেখার জন্য সীমিত করা সম্ভব
 
সমবায়ে প্রকাশিত রচনাগুলির ক্ষেত্রে উল্লেখ্য ও বিশেষ ব্যতিক্রম যে রচনাগুলি সাধারণভাবে রচয়িতা-নাম ছাড়া প্রকাশিত হয় ও যে কেউ প্রকাশিত রচনা সম্পাদনা করতে পারেন, সম্পাদিত অংশও আবার যে কেউ পুনরায় সম্পাদনা করতে পারেন - এই ব্যবস্থায় সম্মত না থাকলে অংশগ্রহণ থেকে বিরত থাকা যেতে পারে, এই প্রসঙ্গে আরো তথ্যাদি এই পাতায়, নির্দেশিকায় ও প্রশ্নোত্তরে দেখে নেওয়া আবশ্যক

আরো প্রশ্ন বা সহায়তা প্রয়োজন ?

সহায়তার জন্য বিবিধ প্রশ্নের উত্তর আছে প্রশ্নোত্তর পাতায় ও প্রয়োজনে প্রশ্ন পাঠানো যাবে যোগাযোগের এই পাতায়