কান্না
এ কেমন কান্না, মা'গো? এমন রৌদ্র-দিনে!
কোন পাষানেরে বেধেছিলি তুই, কেমন জন্ম-ঋণে?
এ কেমন আত্মহত্যা, নবজন্মের ও'ক্তে?
মৌমাছি কেন খেলছে হলি, সরিষা ফুলের রক্তে?
- প্রথম মন্তব্যটি করতে স্বাগতম
- এই পাতাটির ক্লিকসংখ্যা 174

অভ্যুত্থান
রক্তের রঙে রাঙা পথঘাট
গুম, খুন—বেশুমার
নকশিকাঁথার আড়ালে গেঁথেছো
নকশা এ হত্যার!
চমৎকার এক শিল্পী তুমি,
অবাক করলে অবাক!
একা নও তবু, হত্যাযজ্ঞে
শামিল তীর্থের কাক।
গোলাম শুনেছে মনিবের ডাক,
বিস্তারিত পড়ুন »- 1টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 174

প্রভুর সাথে একান্ত আলাপচারিতা
ভোরের সৌরকিরণে প্রভু
উষ্ণতা মাখা; দিয়েছো আহ্লাদ!
আলো পাঠিয়েছো ১৫ লক্ষ কিলোমিটার দূরের
বিস্ময়কর জ্বলন্ত গ্যাসপিন্ড থেকে!
কী মহব্বত তোমার!
তোমার জন্য মাবুদ, ৫ সেকেন্ড খরচ করিনা দিনে!
- 4টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 178

পেট্রোল বোমা
চিন্তা আমার পেট্রোল বোমা, বিবেক আমার বল
কলমে আমার যুক্তির কালি, মানুষ আমার দল!
সমাজ আমার ভাঙানৌকা, কলম হাতিয়ার।
লক্ষ্য খর-স্রোতা নদীর বিপরীত জ্ঞান-পাড়!
- 3টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 144

অবিশ্বের অবিশ্বাস
আমি মুসলমানের ছেলে—
আমি প্রচণ্ড মুসলমান!
আমি শূদ্র;
নমঃশূদ্র আমার জিনে
আমি কায়স্থ ক্ষত্রিয় বৈশ্য!
আমি মৌলভী আমি ব্রাহ্মণ।
আমি বৌদ্ধ পার্সি খ্রিষ্টান!
আমি হযরত আমি শ্রী!
আমি—
- 7টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 208

হওয়া না-হওয়ার গল্প
যদি প্রিয় হতে না পারি
তবে অপ্রিয় করে রাখো আমায়!
সবাই কি সবার প্রিয় হতে পারে?
পারে না! আমিও পারিনি!
আমাকে অন্তত—
অপ্রিয় করে রাখো!
কিছু একটা হতে চাই!
কিছু একটা হতে দাও!
- 1টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 186

কতদূর
কতদূর হাঁটা যায়—একাকী?
এক নিষ্ঠুর সত্যকে বয়ে নিয়ে—
কতদূর?
জানো, কতদূর হেঁটেছি আমি?
যতদূর হাঁটতে পারলে মোহ—
প্রেম হয়ে যায়!
যতদূর হাঁটতে পারলে—
মনে হয় পেয়েছি তোমাকে!
যতদূর হাঁটতে পারলে মনে হয়—
- 3টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 156

একতরফা
আমি নির্দোষ হয়েও ক্ষমা চাইতে জানি,
তুমি ক্ষমা করতে জানো না!—
- প্রথম মন্তব্যটি করতে স্বাগতম
- এই পাতাটির ক্লিকসংখ্যা 162

সুরভি
আগলে রেখেছি কেশের সুরভি,
তুমি তবু নেই কাছে!
দূরত্ব বেড়েছে দিনে দিনে
তবু; ভালোবাসা বেঁচে আছে!
প্রতিশ্রুতি কবে মরে গেছে!
ঝরে গেছে সাক্ষী বকুল—
পাল ছিঁড়লে'ও—প্রেম-জাহাজের;
অক্ষত আছে মাস্তুল!
- 2টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 132

ম্যাপল পাতা
আমাদের দেখা হয়েছিলো; মনে পড়ে,
মাধবীলতা ফুলের সাথে যেমন দেখা হয় প্রজাপতির!
কত কাছে ছিলাম দুজনে দুজনার, তবুও কত দূরে!
আহা, কত কাছে—একঝাঁক ডালিয়ার গায়ে যেমন লেগে থাকে নিশির শিশির!
বিস্তারিত পড়ুন »- 1টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 156

অবচেতন
ভালো আছো রাত্রির চাঁদ?
এই বিপদসংকুল রাতে, ধবল প্যাঁচার স্বর শুনে;
জানি, জেগে উঠেনি তারা!
কারও কোনো ভ্রুক্ষেপ নেই!
চায়নি মুক্তি পেতে, সংগ্রাম করে;
পেরিয়ে এ সাহারা!
ভালো আছো রাত্রির চাঁদ?
বিস্তারিত পড়ুন »- 2টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 156

অবচেতন
ভালো আছো রাত্রির চাঁদ?
এই বিপদসংকুল রাতে, ধবল প্যাঁচার স্বর শুনে;
জানি, জেগে উঠেনি তারা!
কারও কোনো ভ্রুক্ষেপ নেই!
চায়নি মুক্তি পেতে, সংগ্রাম করে;
পেরিয়ে এ সাহারা!
ভালো আছো রাত্রির চাঁদ?
বিস্তারিত পড়ুন »- প্রথম মন্তব্যটি করতে স্বাগতম
- এই পাতাটির ক্লিকসংখ্যা 146

রুবাইয়্যাৎ|হাইকু
★রুবাইয়্যাৎ
১.
দেখলেনা হায়, রক্ত প্লাবনে জমাট-রক্তপিণ্ড
দিয়ে গেলে শুধু একতরফা পাপের গুরুদণ্ড!
দেখোনি শুকিয়ে সমীরে বিলীন এই দু'চোখের জল
যেই জলেতে লেখা ছিলো প্রেম; প্রচুর-প্রচণ্ড!
★হাইকু
১.
- 1টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 143

ঋণ
তোমাকে চেয়েছি প্রতিটা অনুভবে,
দ্রোহে, প্রেমে, বিরহে, বিপ্লবে, হাসিতে, কান্নায়!
তোমাকে চেয়েছি দুঃখে, আনন্দে, স্মৃতিতে, সুখে, বেদনায়!
সময়ে-অসময়ে; তোমাকে চেয়েছি
পূর্ব থেকে পশ্চিমে,
- 9টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 183

ছায়াতরু
কেন এতো রাগ করো; করো অভিমান?
কেন চলে গেলে দূরে, চুপিসারে আজি?
বাজিছে কী মনে তব; বিষাদের তান?
চুপ করে আছো কেন, বিরহিনী সাজি?
ব্যাথা বুকে চেপে রেখে, চলেছো নীরবে!
এমন কঠিন সাজ তোমাকে মানায়?
- 3টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 182

জায়নামাজ
আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি
বেহেশতি প্রেম যত,
মায়ের আচলে লুকানো একটি
ছোট্ট শিশুর মতো!
তবুও যেমন লুকানো যায় না
মৃগ-কস্তুরি ঘ্রাণ,
তেমন করেই ছড়িয়ে পড়ে সে
দিল দরিয়ার দান!
- 2টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 82

জানি না
আমি বড় হই মৃত্যুর প্রয়োজনে।
বোধহয় জন্মের প্রয়োজনে ছোট হতে হয়েছিল!
কত দিন যায়, জীবনের ধ্রুব গতিময় তরী বেয়ে চলি।
জীবন জলের উপর আঁকি সুবর্ণরেখা,
আঁকি কালো আকাশের ছবি!
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 259

কবিতা
প্রেম, জীবন, মানুষ