নারীজন্ম
সম্ভাবনা মুছে দিয়েছে নাম
তাই আহ্লাদের সব নৌকো
বেনামী বন্দর জুড়ে থাকে
আঘ্রাণে খুঁজে পাইনি সুবাস
তাই কবিতায় বাঁধিনি তোমাকে
জানি প্রতারিত কুয়াশার মধ্যে ছিল
হলুদ দিনের গল্প,
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 238

অবুঝ
ব্যাথাদের কি নাম দিয়েছো
জন্মান্তর বুঝি ,
আষাঢ় এখনও ভেজায়
মতান্তরে সোজাসুজি??
অফিসের টিফিনে জোটে
হাতে মাখা ভর্তার স্বাদ ?
আলো কি নিয়েছো কিনে
ভুলতে সে তীব্র বিষাদ ??
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 227

যে কথা লিখি নাই কখনও
আমাদের ও গ্রাম ছিল
ঘর ছিল,গরুর গাড়িতে ধান আনা ছিল
নবান্নের স্বাদ ছিল
বলদের ঘাড়ে তেল মালিশ ছিল
কাস্তে গুলোর ও যত্ন ছিল খুব
আজ গ্রাম আছে, ঘর আছে
বলদের মতো ধবধবে সাদা
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 289

বদল
সহজাত শব্দের খেলা
রোদে ভিজে গেছে যেই
অমনি বাতাস এসে বলে
সত্যি কি তুই ভালো নেই?
মসকরা মাঠে নামে জানি
পথেদের জ্বর হলে যেনো
আগলানো সত্যি কঠিন
তাই নিজেকে অন্য বানানো
হাতের উপুড় হয়ে ফিরে
বিস্তারিত পড়ুন »- 4টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 259

বিজয়া
আবার হলো প্রতীক্ষাদের শুরু
মনের ভিতর শীতের মরসুম
আনন্দ যে স্বল্প আয়ুধারী
শহর জুড়ে এবার নামে ঘুম
ঘরের মেয়ে আবার গেল চলে
যেতে দেওয়ার রীতিই হলো সারা
মানিয়ে নিতে লাগবে জানি সময়
- 3টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 220

ক্লান্তি
এবার বৃষ্টি হলে হোক
অনেক পথের রেশ
বিচ্ছিন্ন শ্লোকের সমাধি
আয়তক্ষেত্র জুড়ে ঘিরে রাখে খালি
কিশোরী মেঘের কাছে তাই
আত্মসমর্পণ ভালো,
ভালো অনুরাগী বিলাস
অবসর এবার থিতু হও বাপু
- 10টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 288

বিসদৃশ
(১)
ধবধবে হাত তার থাক
থাক কিছু খোয়াবনামা
এই শহর আমার চেতনার
রন্ধ্র রন্ধ্র চেনে
তবুও আমার আজও
সহনাগরিক হওয়া হোল না...
(২)
.আমার গ্রামের মাটি কাঁকুড়ে
শৈশবে বহুবার চোট পেয়েছি
- 8টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 338

বেঁচে থাকা
আমি যেতে পারবো না আর তার জরুলের দাগে
আমার চেতনার হাতে
পারবো না ছুঁতে, পারবোনা ছুঁতে
অপরিসীম পরিধি ঠেলে
তার স্মৃতির আসবাবে
এও কি অবসাদ এক?
নাকি সরল বিজ্ঞাপনে
রেখে যাওয়া মুহুর্ত ভাগাভাগি
- 10টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 328

এখন(৫)
তোর চোখ আর প্রকাশক নয়
তাই পাঠক হওয়া হোল না আমার
এখন ফটক পেরিয়ে রোদ্দুর
ছাতার বলয়ে বৃষ্টি
কৃষ্টির ও এসে গেছে ছাঁচ.....
শ্রাবণে হসন্ত লিখিনা আর,
পরিক্রমা ভুল বানানেরই মতো লাগে
- 9টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 283

আহ্বান
এসো মুহুর্ত ভাগাভাগি হই
ঘরের পর্দা তুলে
এসো বিলাসী বিহারে বের হই
সম্পৃক্ততার শিকড়ে
এসো কানাকানি, হাঁটুজলে মাপি
যোজনের যত চিহ্ণ
এসো মনোরমা ,ভ্রান্ত নূপুরে
ফেলে রেখে সব দীর্ণ
- 10টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 310

দেখা
হিসাবের জলছবি সময়ের চোখে
ঠিক জানি দেখা হবে
মস্ত অসুখে
অমলিন দিন তাই উত্তাপে ঘেরা
ভালো থাকা সবকিছু ঠুনকো পাহারা
চকচকে আলোয়ানে তালু ছুঁয়ে বুঝি
ছায়ারা ঘুমিয়ে গেছে ঠিক সোজাসুজি
- 11টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 339

স্বীকারোক্তি
ঝলসে যাওয়া জীবন মানেও চুপ
ঘটনা ততটাই প্রলাপ
যতটা শোনার দস্তুর
এই ভীষণ অসুস্থ সকালে
এখনো কেন কাকভোরে ওঠেন মাষ্টারমশাই ?
এ তো পথ নয় শ্যাওলার জাজিম
এখানে সতর্কতার পারদ
- 5টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 252

রেশ
সময়ের আলোঘরে রাখা থাক কিছু
প্রতিটা রাস্তাই পথ হয়নাকো
ছুটন্ত পায়েদের পিছু পিছু
সাক্ষাৎকার থাকে, থাকে জলের হরফ
শানিত বয়ানের বিভাজিকা ঠেলে
এ সময় ছায়াবন্ধু হয়ে ফেরে
মানুষের আড়ালে আড়ালে
- 8টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 280

ঘুম
ব্যবচ্ছেদের পর সুরেদের দেহ
বড় বেশি মায়াকোনে টানে
চলে যাওয়া কি ততটা সহজ
যতটা থেকে যায় গোপন বানানে
এই আতিশয্যে থাক
সাদাফুলের ভার
ঘুম বড় বেশি শাদা
বন্ধু তোমার-আমার
- 9টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 321

বার্ধক্য
তীরবিদ্ধ বানানের কাছে
জীবন প্রবাহ চিনেছে
তাই ছায়ার শরীরে আজ ঘূণ
বরফের মাটি পেতে প্রত্যাশা সেতু গড়ুক না গড়ুক
মুঠোভর্তি রেখে দিতে পারো
প্রকাশের শেফালী আগুন
- 9টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 297

এলোমেলো
হিসাবী চোখের কাছে
ছড়িয়ে রেখেছি
মেলা থেকে কিনে আনা
মুখোশী অবয়ব
গননযন্ত্রে তুমি তুলে রাখো দেখি
গোপন আলেখ্য আর
জল ভেজা রঙ
গ্যাসবেলুনের মতো কিছু উড়ন্ত
বিলাস
হরিদ্রাভ আলো নিয়ে ফেরা
- 5টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 287

এখন(৪)
( ১)
ঘনিষ্ঠ একটা রসায়ন
দৃশ্যত একটা কলা
পরিমিতি বোঝদারের কাছেই মেহফিল
হাভাতের চূড়ান্ত অবহেলা,
তাই অবশিষ্ট প্রমানিত খুব
মহড়ার রেশ মেখে ঘোরে
জীবন তো আদতে শূন্যই
- 10টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 282

এখন(৩)
#চলে যাওয়া বিষাদের রঙ
গভীর চোখের মাছ
নিলামে মন কেড়ে ফেরে
অত্যন্ত সহজ কিছু নিরবতা ঘর পায়
থেকে যাওয়ার ভিতরে ভিতরে
# এই স্থায়িত্ব নিশ্চিত
এই প্রবাহ মিহি
এই কাটাছেঁড়া প্রত্যাবর্তন
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 295

এখন (২)
হিসাবের ধারাপাতে নোনা নোনা স্বাক্ষর
থাক কিছু আপনাতে লিপ্ত
হাতের তালুতে বাঁচা ক্ষয় আর রাজা সাজা
ভাবগুলো আজও একই অনাসক্ত
এই তো মরমী চোখ
দৃশ্যত মিলে যায়
বরফের খাঁজে রাখা বায়না
- 6টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 288

এখন
ঘরের এলার্ম ঘড়ি মনে রাখে শুধু
কোথায় ছেদ টানা শ্রেয়
উদাসী ঔদার্য প্রিয় হতে হতে
বুকপকেটের বাতাসে ভাসে মন
প্রথম ঘুমের স্বাদ অসুখের পর পর
মায়াবী পিষ্টনের ফাঁকে ফাঁকে
- 10টি মন্তব্য
- এই পাতাটির ক্লিকসংখ্যা 307

- অক্টোবর 2024 (২)
- ডিসেম্বর 2023 (১)
- নভেম্বর 2023 (১)
- অক্টোবর 2023 (২)
- জুলাই 2023 (৩)
- জুন 2023 (২)
- সেপ্টেম্বর 2022 (১)
- জুলাই 2022 (১)
- জুন 2022 (১)
- মে 2022 (৫)
- এপ্রিল 2022 (১)
- মার্চ 2022 (২)
- ফেব্রুয়ারী 2022 (১)
- জানুয়ারি 2022 (৪)
- ডিসেম্বর 2021 (৩)
- সেপ্টেম্বর 2021 (৪)
- অগস্ট 2021 (৫)
- জুলাই 2021 (৯)
- জুন 2021 (৮)
- মে 2021 (৪)
- এপ্রিল 2021 (২)
- মার্চ 2021 (১)
- ফেব্রুয়ারী 2021 (১)
- জানুয়ারি 2021 (১)
- ডিসেম্বর 2020 (১)
- নভেম্বর 2020 (২)
- অক্টোবর 2020 (২)
- সেপ্টেম্বর 2020 (৫)
- ফেব্রুয়ারী 2020 (১)
- ডিসেম্বর 2019 (১)
- নভেম্বর 2019 (২)
- অক্টোবর 2019 (৩)
- সেপ্টেম্বর 2019 (১)
- অগস্ট 2019 (২)
- জুলাই 2019 (৪)
- জুন 2019 (১)
- মে 2019 (২)
- এপ্রিল 2019 (৪)
- মার্চ 2019 (২১)
- ফেব্রুয়ারী 2019 (৪)