সরাসরি আপনার ইবারোয়ারি দপ্তর পাতা থেকে বা এখান থেকে বাংলা টাইপ করার জন্য আপনার সুবিধা অনুযায়ী একটি বাংলা কিবোর্ড থিম চালু করে নিতে পারেন অথবা বিস্তারিত নীচে পড়ে নিন

ইউনিকোড বাংলায় যেমন উইন্ডোস এক্সপি বা সমতুল্য ব্যবস্থায় বাংলা টাইপ বা BN-কী সক্রিয় করে এখানে যেকোনো টেক্স্টবক্সে সরাসরি টাইপ করা যাবে, আপনার কম্প্যুটার পরিষেবা দাতার মাধ্যমে এই সহজ ও বর্তমান-ভবিষ্যত্ উপযোগী ব্যবস্থাটি ইন্সটল করে নিতে পারেন
অধিকাংশ নেটব্যবহারকারীরা নিজেদের ভাষায় টাইপ করার জন্য কম্প্যুটারের অন্তর্গত এই ব্যবস্থাটি ব্যবহার করে থাকেন ও এটি চালু করে নিলে সহজেই আপনি বাংলা টাইপ করতে পারবেন - বাংলা টাইপ করতে পারবেন সরাসরি বাংলাতেই, ইংরেজিতে বানান করে করে টাইপ করার প্রয়োজন হবেনা বা কোনো এক্সটারনাল সফ্টওয়্যার ইন্সটলেশনও করতে হবেনা, এ ব্যাপারে সাহায্যমূলক তথ্য বা টিউটোরিয়ালের জন্য নীচের লিংকগুলি দেখে নিতে পারেন

এ ছাড়াও আপনার ইবারোয়ারি দপ্তর পাতা থেকে সরাসরি বাংলা টাইপ করার জন্য আপনার সুবিধা অনুযায়ী একটি বাংলা কিবোর্ড থিম চালু করে নিতে পারেন - ইন্সক্রিপ্ট   নিও ফোনেটিক   ইউনিজয়

কি করে বাংলা টাইপ করা যাবে

যদি কম্পিউটারের অন্তর্গত ব্যবস্থাটি ব্যবহার করেন বা ইন্সক্রিপ্ট লে আউটযুক্ত থিম বেছে নিয়ে থাকেন তাহলে ইন্সক্রিপ্ট লেআউটের ছবিটি নীচে দেখুন, যুক্তাক্ষর গঠন করতে d ব্যবহার করুন,
যেমন অ ক d ল া ন d ত   ক া ব d য ক র d ম = অক্লান্ত কাব্যকর্ম
যদি ইউনিজয় (ক) একুশে.অর্গ লে আউটযুক্ত থিম বেছে নিয়ে থাকেন তাহলে ইউনিজয় (ক) একুশে.অর্গ লেআউটের ছবিটি নীচে দেখুন, যুক্তাক্ষর গঠন করতে g ব্যবহার করুন,
যেমন অ ক g ল া ন g ত   ক া ব gয ক র g ম = অক্লান্ত কাব্যকর্ম
যদি ফোনেটিক লে আউটযুক্ত থিম বেছে নিয়ে থাকেন তাহলে ফোনেটিক লে লেআউটের ছবিগুলি নীচে দেখে নিন

বাংলা কিবোর্ড থিম ও বিবিধ কিবোর্ড লে আউট

সাধারণভাবে আলাদা করে কোন থিম বাছবার প্রয়োজন হয়না যদি ইতিমধ্যেই আপনার কম্পিইটারে উপরে উল্লিখিত সহজ ব্যবস্থাটি চালু থাকে তবে যদি প্রয়োজন হয় আপনার দপ্তর বা অ্যাকাউন্ট সম্পাদনা পাতা থেকে ইন্সক্রিপ্ট, নিও ফোনেটিক অথবা ইউনিজয় বাংলা কিবোর্ড ও থিম বেছে নিতে পারেন বিভিন্ন কি বোর্ডের লে আউটগুলি নীচে ছবিতে বা লিংকগুলি থেকে দেখতে পাবেন বা বিস্তারিত জানতে পারবেন

ইন্সক্রিপ্ট বা বাংলা টাইপরাইটার   ইবারোয়ারি লেখক ও ভ্যানিলা থিম নিও ফোনেটিক বা ইনটেলিজেন্ট ফোনেটিক (ক) একুশে.অর্গ   ইবারোয়ারি নিও ফোনেটিক থিম ইউনিজয় বাংলা কিবোর্ড (ক) একুশে.অর্গ  ইবারোয়ারি ইউনিজয় থিম

কবিতা বাংলা কীবোর্ড

এই কীবোর্ড শুধু মাউস ক্লিক করেই টাইপ করা যাবে, কবিতাচক্র কবিতা কীবোর্ডে টাইপ করে এখানের যে কোনো টেক্সটবক্সে কপি-পেস্ট করা যেতে পারে (সাময়িক অনুপস্থিত, কবিতাচক্র আপগ্রেডেশনের পরে লভ্য)

কোনো কিবোর্ড বা টাইপিং লে আউটে সমস্যা

ফোনেটিক বা বিবিধ লে আউটে যদি কোনো সমস্যা হয় অনুগ্রহ করে আপনার কম্পিউটারের অন্তর্গত বাংলা টাইপ ব্যবস্থা চালু করে নিন ও BN-কী সক্রিয় করে সহজেই কোনো সমস্যা ছাড়া বাংলা টাইপ করুন।

বাংলা টাইপ করার বিবিধ এক্সটার্নাল সহায়িকা লিংক